Bangla News Dunia, Pallab : ফাল্গুন মাসেও যেন বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। সারা বছর ধরে বৃষ্টি যেন হয়েই চলেছে। শীতেও বৃষ্টি হয়েছে। আর এই আবহে ফের দুর্যোগ শঙ্কা রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে (Weather Update)। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
এদিকে জোড়া ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক আবহাওয়া বদল হয়ে চলেছে। এইমুহুর্তে হরিয়ানা এবং নাগাল্যান্ডে ঘূর্ণাবর্ত রয়েছে পূবালী অক্ষরেখা রয়েল সীমা থেকে ছত্রিশগড় পর্যন্ত। অন্যদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে যাবে। আর মাঝেই আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী সোমবার। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড তো রয়েছেই উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও যেমন বইবে ঠিক তেমনই বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেজন্য এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে।
আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। পাশাপাশি কালিম্পং এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। দার্জিলিঙের কয়েকটি অংশে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে আবহাওয়া।