Bangla News Dunia, দীনেশ : ভারতের প্রযুক্তি এবং টেলিকম জগতের পড়ে জিও এবার বৈদ্যুতিক যানবাহনের বাজারে নতুন মাত্রা যোগ করতে চলেছে। ২০২৫ সালে আসছে জিওর নতুন ইলেকট্রিক সাইকেল, যা হবে সাশ্রয়ী পরিবেশবান্ধব এবং শহর ও গ্রামীণ এলাকার মানুষদের জন্য আদর্শ একটি বিকল্প।
উন্নত ব্যাটারির সাহায্যে একবার চার্জ দিলেই চলবে ৮০ কিলোমিটার পর্যন্ত, যা ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং নিম্নবিত্ত মানুষের জন্য সুবিধাজনক হতে চলেছে। পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী মূল্যের এই ইলেকট্রিক সাইকেল ইতিমধ্যেই ভারতের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। চলুন দেখে নেওয়া যাক জিওর ইলেকট্রিক সাইকেলের মূল বৈশিষ্ট্য এবং সমস্ত ফিচার সম্পর্কে।
জিওর ইলেকট্রিক সাইকেলের মূল বৈশিষ্ট্য
জিওর এই নতুন ইলেকট্রিক সাইকেল আধুনিক প্রযুক্তি এবং সুবিধাজনক ফিচারে তৈরি করা হয়েছে। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
- প্রচলিত ইলেকট্রিক স্কুটার বা বাইকের তুলনায় অনেক কম দামে এই সাইকেল বাজারে পাওয়া যাবে।
- একবার চার্জ দিলেই চলবে ৮০ কিলোমিটার পর্যন্ত।
- খারাপ বা অসমান রাস্তায় চলার জন্য উপযুক্ত এই সাইকেল।
- মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
- এই সাইকেলটি ছাত্রছাত্রী ও কর্মজীবিদের জন্য সুবিধাজনক একটি সাইকেল।
- কার্বন নির্গমন কমিয়ে এটি পরিবেশবান্ধব হয়ে উঠবে।
- এই সাইকেলের কিছু মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি ও জিপিএস ট্রাকিং-এর সুবিধা থাকতে পারে।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
জিও কেন ইলেকট্রিক সাইকেল বাজারে আনছে?
জিওর ইলেকট্রিক সাইকেলে বাজারে আসার পেছনে কিছু কারণ রয়েছে। সেগুলি হল-
- সাধারণ মানুষের জন্য বৈদ্যুতিক যানবাহন আরো সহজলভ্য করা।
- ভারত সরকার এখন ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে ভর্তুকি এবং অনেক সুবিধা প্রদান করছে।
- শহরে ও গ্রামের স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য এই সাইকেল আদর্শ একটি বিকল্প।
- ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়িয়ে দূষণ কমানোর উদ্দেশ্য নিয়েছে জিও।
জিও আগেও টেলিকম এবং ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে কম খরচের বিভিন্ন সুবিধা নিয়ে এসেছিল। এবার তারা ইলেকট্রিক সাইকেলেও একই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে চলেছে।
আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা
জিওর ইলেকট্রিক সাইকেলের সম্ভাব্য মূল্য
বিশেষজ্ঞদের মতে, জিও বাজারে ইলেকট্রিক সাইকেলের মূল্য প্রতিযোগিতামূলক রাখবে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই কিনতে পারে। নিন্ম মূল্যের কারণে এটি বাজারে প্রচলিত স্কুটার ও বাইকের বিকল্প হয়ে উঠতে পারে।
জিওর এই পদক্ষেপ ভারতে ইলেকট্রিক যানবাহনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। টেকসই, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে এই ইলেকট্রিক সাইকেল বাজারে নিয়ে এসে জিও দেশের পরিবহন ব্যবস্থাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি