একাদশীতে করবেন বেশ কিছু কাজ , না হলে নেমে আসবে বিপদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bishnu vogoban

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  হিন্দু ক্যালেন্ডারে প্রতি বছর ২৪টি একাদশী তিথি রয়েছে। যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আসে। বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মনে করা হয় একাদশীর ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে।

আরো পড়ুন :- জীবনের যাবতীয় সমস্যা দূর করতে, বাস্তু মতে বাড়িতে আনুন কিছু জিনিষ

একাদশী পূজার বিধি —-

একাদশী তিথির হিন্দুধর্মে বিশেষ মাহাত্ম্য আছে। ভগবান বিষ্ণুকে বিধিবিধানের সঙ্গে পুজো করা হয়। মনে করা হয় যে এরকম করলে মনস্কামনা পূর্ণ হয়। সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী অর্পণ করতে হবে।

বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে, ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত।

 

susanto sastri

 

একাদশি পালনের জন্য কিছু বিধি অনুসরণ করা উচিত ——

১. শাস্ত্র অনুসারে, একাদাশিতে চাল খাওয়া নিষিদ্ধ। যারা এই দিন একাদশীর উপোস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় ।

২. ধর্মীয় বিশ্বাস অনুসারে, একদাশীর দিন ব্রহ্মাচার্য অনুসরণ করা উচিত। এই দিনে ভগবান শ্রীহরীর যথাযথ উপাসনা করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে।

৩. একদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয়। এই দিন বেশি করে ভগবান বিষ্ণু ধ্যান করা উচিত।

৪. একদাশীর দিনে কখনও কোনো মহিলাকে অপমান করা উচিত নয়।

৫. মদ্যপান একদাশীতে উচিত নয়।

আরো পড়ুন :- লক্ষ্মী পুজোর পরেই অর্থলাভ, বেতনবৃদ্ধির সম্ভাবনা ? দেখুন কোন রাশির তৈরী হচ্ছে বিশেষ রাজযোগ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন