একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ! ২৭ জানুয়ারি থেকে কাউন্সেলিং, এরপর সরাসরি নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

বহু আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বুধবার সন্ধ্যায় প্রকাশিত হলো একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা।  তাতে নাম রয়েছে মোট ১৮ হাজার ৯০০ জন প্রার্থীর।  এর মধ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছিলেন ১৮ হাজারের কিছু বেশি প্রার্থী।  এদের মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১২ হাজার ৪৪৫ জন, বাকি সবাই ওয়েটিং লিস্টে রয়েছেন।

মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ২৭ জানুয়ারি থেকে শুরু হবে।  এবং কাউন্সেলিং শেষ হওয়ার সাত দিনের মধ্যেই প্রার্থীদের চাকরির জয়েনিং লেটার‌ পাবেন।

প্রসঙ্গত, যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে ৮ হাজার ২৯৯ জন ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন।  তবে এদের মধ্যে কতজন চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন, তা এখনও দেখার বিষয়।  সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব চাকরিহারা শিক্ষকরা স্থান পায়নি, তাদের চাকরির মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হবে।

এছাড়াও নতুন প্রার্থীরা অভিযোগ করেন, অভিজ্ঞ শিক্ষকরা অতিরিক্ত ১০ নম্বর সুবিধা পেয়েছেন।  যার ফলে আমরা অনেক নতুন প্রার্থী ইন্টারভিউতে পিছিয়ে পড়েছি।

উল্লেখযোগ্য, ২০১৬ সালের SSC দুর্নীতির কারণে প্রায় ১৯ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল।  এবং সেই চাকরি বাতিলের দরুণ নতুন করে নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল গতবছরের ১৪ সেপ্টেম্বর, রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে, ৩৫টি বিষয়ে।  পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন, বিশেষভাবে সক্ষম ছিলেন ৩ হাজার ১২০ জন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন