Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- একুশের ভোটে কেন্দ্রীয় বাহিনী ! এর আগে প্রতি বার ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তোলে সব বিরোধীরা। অনেক সময় ভোটে কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখে রাজ্য় প্রশাসন। এবার কী তাই হবে ? রাজ্যের কোনও বুথে যদি প্রয়োজন পড়ে, তাহলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, সেই দিকে কড়া নজর থাকবে নির্বাচন কমিশনের। বিধানসভা ভোটে কোনো ভাবেই সিভিক ভলান্টিয়ারদের একদম ব্যবহার করা যাবে না এমনই জানিয়ে দিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
প্রসঙ্গত বাংলায় একুশের নির্বাচন মে মাসে নয়, এবার ভোট এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। সব কিছু খতিয়ে দেখতে রাজ্য়ে চলে এসেছেন নির্বাচন কমিশনের ৭ সদস্যের ফুল বেঞ্চ। রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তারা এই দিন সব জেলাশাসক ,পুলিস সুপার , ADG আইন শৃঙ্খলা-সহ মূলত জেলার প্রশাসনের সকল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এছাড়া আগের নির্বাচনে যাঁদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের ভালো পোস্টিং দেওয়া হচ্ছে। সেই বিষয়টি নজর এড়ায়নি নির্বাচন কমিশনের।
আরো পড়ুন :- কিডনি দিয়ে দিচ্ছি কিন্তু চাকরি দিন ! জনসভায় মমতাকে আর্তি চাকুরীপ্রার্থীদের
প্রসঙ্গত যে কোন সময় ফের কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে সব জেলাশাসক ও সকল পুলিস কমিশনারদের। সেই ক্ষেত্রে বদলি নয়, তাদের সরাসরি সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আজ মুখ্য়সচিব, স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
Highlights
1. একুশের ভোটে কেন্দ্রীয় বাহিনী !
2. কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে
#CRPF #VOTE