একুশের ভোটে বিজেপির ভরাডুবির ব্যাখ্যা দিলো RSS

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , দীনেশ দেব :- একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। বাংলা দখলে ব্যার্থ হয়েছে বিজেপি। কেনই বা এই ব্যার্থতা হলো বিজেপির। এই সকল প্রশ্নের উত্তর সামনে এনেছে রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘ ( RSS ) ,  আর এস এস এর তরফ থেকে বাংলায় বিজেপির ভরাডুবির জন্য বিভিন্ন কারণকে দায়ী করা হয়েছে। যেমন – তৃনমুলের থেকে দল ভাঙিয়ে নিয়ে আশা নেতাদের মানুষ ভালো ভাবে নেয়নি। RSS এর তরফ থেকে বলা হয় দু বছর আগেই মানুষ বিজেপিকে সমর্থন করেছে। একটি তৃনমুল বিরোধী দল হিসাবে। কিন্তু দল বদলকে তারা ভালো ভাবে নেয় নি।

আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !

সংঘের তরফ থেকে আরো বলা হয়েছে , বাংলায় তৃনমুল আর বিজেপির মূল লড়াই ছিল। তাই অন্য দলের নেতাদের মানুষ ভালো ভাবে নেয় নি। মানুষ বিজেপিকে তৃনমুলের বি – টিম হিসাবে ভেবেছে। ২০১৯ সালে বিজেপি যেখানে ১২১ টি বিধানসভায় এগিয়ে ছিল সেখানে ২০২১ এর বিধানসভায় বিজেপি ৭৭ আসনে নেমে এসেছে।

বিজেপি ২০১৯ এর ১২১ টির মধ্যে মাত্র ৬৫ টি ধরে রাখতে পেরেছে। বাকি ৫৬ টি আসন ২০১৯ এ এগিয়ে থেকেও এবার হেরেছে। তবে ১২ টি আসন এমন যেখানে বিজেপি এই প্রথম জিতলো ও তৃনমুলকে পিছনে ফেলে এগিয়ে গেলো।

এছাড়া RSS এর মতে রাজ্যে তৃনমুল নেত্রী মমতা ব্যানার্জীর রাজনৈতিক মানের তুলনার মতো বিজেপির রাজ্য স্তরে কোনো নেতা বা নেত্রী নেই। মানুষ তৃনমুলকে খারাপ লোকেদের দল মনে করলেও অনেকে মনে করেন তৃনমুলের মাথার উপর মমতা ব্যানার্জীর মতোন নেত্রী রয়েছে।

এছাড়াও RSS মনে করেন , বাংলার ভোটে মোদি ও অমিত শাহ বিজেপির জনপ্রিয় মুখ হলেও তাদের খ্যাতি বাঙালিয়ানার সাথে মেলেনি। আর তার ফলেই বাংলায় এই রকম ভরাডুবি হয়েছে বিজেপির।

আরো পড়ুন :-  সরকার গড়েই বিদ্যুৎ এর উপর ভর্তুকি বন্ধ করতে চায় রাজ্য। চিন্তায় গ্রাহকরা

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- করোনা ভাইরাসের হাওয়ায় ছড়ানো নিয়ে মারাত্মক তথ্য উঠে আসলো মার্কিন সংস্থার গবেষণায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন