Bangla News Dunia : S. Datta Roy – অনেক সময়েই সব নম্বর সবাইকে দেওয়া যায় না ,কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কাজের জন্য বাধ্য হয়ে দিতে হচ্ছে। তাই এখন গ্রাহককে আরও উন্নত পরিষেবা দিতে ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার প্লাটফর্ম হোয়াটসআপ মাল্টি ডিভাইস সাপোর্ট আনতে চলেছে। একসাথে ৪ টি স্মার্ট ফোনে একটি হোয়াটসআপ নম্বরই কাজ করবে। ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফো (WBABTINFO) দাবি করেছে যে এই সুবিধা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে ,যদিও বৈশিষ্ট্য তৈরির কাজ এখনো চলছে।
এতদিন একই নম্বরের হোয়াটসআপ ২ টো হ্যান্ডসেটে ব্যবহার করা যেত না। ২ য় ফলে ইন্সটল করতে গেলেই ১ ম সেট থেকে নিষ্ক্রিয় হয়ে যেত। ডব্লিউএবিটাইনফোর তরফে জানানো হয়েছে -নতুন বৈশিষ্ট্য ব্যবহার করতে ওয়াই -ফাই কানেকটিভিটি ব্যবহার করতে হবে। স্ন্যাপচ্যাটের মতোই কিউআর কোড স্ক্যান করে নতুন কোনো নম্বর যোগ করার বৈশিষ্ট্য ইতিমধ্যেই তাদের প্ল্যাটফর্মে এন্ড্রোয়েড ও আইওএস -২টি অপারেটিং সিস্টেমেই বিটা ভার্সান টেস্টিং শুরু হয়ে গেছে। পাশাপাশি ডিলিট মেসেজ বৈশিষ্ট্যও হোয়াটসআপে আনা হতে পারে বলে ভাবনা চিন্তা হচ্ছে।
স্টারড মেসেজ ছাড়া বাকি সব মেসেজ একসাথে ডিলিট করার সুবিধাও আনতে চলেছে হোয়াটসআপ।ওয়েবসাইটটির তরফ থেকে আরও জানানো হয়েছে যে -হোয়াটসআপ ইন এপ ব্রাউজার ও তারিখের ভিত্তিতে কোনো জরুরি মেসেজ খোঁজার বৈশিষ্ট চালু করার পথেও এগোচ্ছে। মেসেজিং স্টোরেজের পরিধি বাড়ানোর জন্যও চেষ্টা করছে হোয়াটসআপ।
Highlights
১. একই হোয়াটসআপ নম্বর একাধিক ফোনে চলবে।
২. নতুন বৈশিষ্ট্য ব্যবহার করতে ওয়াই -ফাই কানেকটিভিটি ব্যবহার করতে হবে।
৩. হোয়াটসআপ ইন এপ ব্রাউজার ও তারিখের ভিত্তিতে কোনো জরুরি মেসেজ খোঁজার বৈশিষ্ট চালু করার পথেও এগোচ্ছে।
# WhatsApp # Characteristics # Advance Technology