এক্স রে দিয়ে কোভিদ টেস্টের নতুন দিশা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-   শিবপুরের আইআইইএসটি (IIEST) -র ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ডক্টর অঙ্কিতা প্রামানিক জানালেন -যে এক্স রে প্লেট দেখেই নাকি করোনা ধরে ফেলা যাবে। তার জন্য নমুনা সংগ্রহ করতে হবে না। তিনি তার দুইজন  সদস্যকে নিয়ে এই বিষয়ে লাগাতার গবেষণা করে চলেছেন। গবেষণা শেষ ,এখন কলকাতার বেলেঘাটা আইডি হসপিটালে এই পরীক্ষা করা হবে। শুধু সফল হওয়ার অপেক্ষা মাত্র। কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী কম্পিউটার এলগোরিদম বেলেঘাটা আইডি হসপিটালে পরীক্ষা করা হয়েছে।

বুকের এক্স রে দেখার জন্য যেমন অভিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয় তেমনই রিপোর্ট দেখে করোনা সংক্রমণ হয়েছে কিনা তার জন্যও উন্নত প্রযুক্তির দরকার। কম্পিউটার পরিচালিত কৃত্তিম বুদ্ধিমত্তা এই কাজটা সহজেই করতে পারবে। এই পরীক্ষায় রেজাল্ট ভুল হবে না এবং খুব তাড়াতাড়ি হবে। নতুন এই প্রযুক্তিতে আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্কের প্রযুক্তি ব্যবহার করে তিনি তৈরী করেছেন  ওয়েব এপ্লিকেশন ,এইটা দিয়ে করোনা পরীক্ষা অনেক সহজ হবে। তিনি বলেন -কৃত্তিম বিদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা এলগোরিদম বানানো হয়েছে। ওয়েব এপ্লিকেশনটা ডাউনলোড করলেই ওই এলগোরিদমটি কম্পিউটারে ইন্সটল হয়ে যায় ,আর ওই এলগোরিদমের কাজ হল বুকের এক্স রে দেখে করোনা সংক্রমণ ধরা।

কিন্তু এর জন্য সাধারণ এক্স রে প্লেট দিয়ে হবে না ,ডিজিটাল এক্স রে কম্পিউটারে আপলোড করে তবে কাজ করতে হবে। কোভিদ সন্দেহ হলে প্রথমেই ডিজিটাল এক্স রে করতে হবে। সেটা এলগোরিদমে দিলেই কম্পিউটার নিমেষের মধ্যে রিপোর্ট জানিয়ে দেবে। এই এপ্লিকেশনে রুগীর  নমুনা সংগ্রহের কোনো দরকার পরবে না । কম সময়ে নির্ভুল পরীক্ষার জন্যই এই পদ্ধতি।

Highlights

১.  এবার এক্স রে প্লেট দেখেই নাকি করোনা ধরে ফেলা যাবে।

২.  কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী কম্পিউটার এলগোরিদম বেলেঘাটা আইডি হসপিটালে পরীক্ষা করা হয়েছে। 

৩.  কম সময়ে নির্ভুল পরীক্ষার জন্যই এই পদ্ধতি। 

কোভিদ  টেস্ট    #  এক্স রে প্লেট   #  শিবপুর  IIEST

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন