এক চার্জে ২৩০ কিমি, MG-র নতুন ইলেকট্রিক গাড়ির দাম ৫ লাখেরও কম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বাজারে তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি MG Comet EV-এর নতুন সংস্করণ লঞ্চ করেছে। আপডেটেড এই গাড়িটি আগের মডেলের তুলনায় আরও উন্নত বৈশিষ্ট্য এবং পারফরম্যান্স নিয়ে এসেছে। নতুন MG Comet EV-এর প্রারম্ভিক মূল্য ৪.৯৯ লক্ষ টাকা, যা বৈদ্যুতিক গাড়ির বাজারে একটি বড় চমক।

বুকিং শুরু
MG Motor ইতিমধ্যেই এই গাড়ির অফিসিয়াল বুকিং চালু করেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত ডিলারশিপ থেকে মাত্র ১১,০০০ টাকা দিয়ে এটি বুক করা যাবে। নতুন সংস্করণে রয়েছে ব্ল্যাকস্টর্ম এডিশন, যা গাড়িটিকে আরও স্টাইলিশ লুক দিয়েছে।

২০২৫ MG Comet EV: ভেরিয়েন্ট ও ফিচার
Comet EV এবার মোট ৫টি ভেরিয়েন্টে উপলব্ধ:
Excite এবং Excite Fast Charge ভেরিয়েন্টে নতুনভাবে রিয়ার পার্কিং ক্যামেরা এবং পাওয়ার-ফোল্ডিং আউটসাইড রিয়ারভিউ মিরর (ORVM) সংযুক্ত হয়েছে, যা গাড়ির নিরাপত্তা আরও উন্নত করেছে। Exclusive এবং Exclusive Fast Charge ভেরিয়েন্টে রয়েছে প্রিমিয়াম লেদারেট সিট এবং 4-স্পিকার অডিও সিস্টেম, যা যাত্রা আরও আরামদায়ক করে তোলে।

আরও পড়ুন:- হাতে সময় মাত্র আর কটা দিন, আয়কর বাঁচাতে এই ৭ স্কিমে এখনি বিনিয়োগ করুন

পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ
Comet EV-তে ১৭.৪ kWh ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার চার্জে ২৩০ কিলোমিটার (IDC) রেঞ্জ দিতে সক্ষম। দ্রুত চার্জিং প্রযুক্তির মাধ্যমে এটি দ্রুত চার্জ করা সম্ভব, যা দীর্ঘ যাত্রায় সুবিধা দেবে।

ব্ল্যাকস্টর্ম এডিশন
২০২৫ সালের ফেব্রুয়ারিতে MG Motor Comet EV Blackstorm Edition লঞ্চ করেছে। এই বিশেষ সংস্করণে রয়েছে গাঢ় ক্রোম উপাদান, কালো ব্যাজ এবং লাল অ্যাকসেন্ট। দাম শুরু ৭.৮০ লক্ষ টাকা, যেখানে ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস (BAAS) সুবিধা রয়েছে, প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২.৫ টাকা।

আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ফিচার
MG Comet EV-তে সংযুক্ত হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি ও সুরক্ষা বৈশিষ্ট্য:
ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ
অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD)
রিয়ার পার্কিং সেন্সর ও ক্যামেরা
স্পিড-সেন্সিং অটো ডোর লক
টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)
ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC)
ফলো মি হোম হেডল্যাম্প

অভ্যন্তরীণ ডিজাইন ও বিলাসবহুল কেবিন
গাড়ির কেবিনে রয়েছে:
১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে
ইলেকট্রনিকভাবে অ্যাডজাস্টেবল ORVM
চার-স্পিকার অডিও সিস্টেম

আরও পড়ুন:- বি.কম কোর্স করার জন্য কলকাতার সেরা কমার্স কলেজ কোনগুলো ? জেনে নিন

আরও পড়ুন:- ৯ মাস মহাকাশে কী খেয়ে কাটালেন সুনীতারা? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন