এক টাকার খদ্দেরের প্রাণ কাড়ল দোকানদার, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

murder , dead , khun

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এক টাকার জন্য খুন ! হ্যাঁ, শুনতে আজব লাগলেও এক পান বিক্রেতা নাকি মাত্র একটি টাকার কারণে এক যুবককে খুন করেছেন ৷ ওই পানের দোকানদার 10 টাকা দামের সিগারেটের প্যাকেট 11 টাকায় বিক্রি করছিল বলে অভিযোগ ৷ এই কারণে দোকানদারের সঙ্গে ঝামেলা লাগে ওই যুবকের ৷ পরিণতি, এর জন্য প্রাণ গেল তাঁর ৷

এই মামলায় আমেদাবাদ পুলিশ ওই পানের দোকানদারকে আটক করেছে ৷ তার নাম বাপু সোনাওয়ানে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2 এপ্রিল দুপুরে মহারাষ্ট্রের নাসিকে উত্তম নগরের শিবপুরী চৌকে একটি পানের দোকানে সিগারেট কিনতে যান বিশাল ভালেরাও ৷ পানের দোকানদার খদ্দেরের কাছে সিগারেটের প্যাকেটের জন্য 11টাকা দিতে বলে ৷ এদিকে ওই প্যাকেটটির দাম 10 টাকা ৷

আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো

বিশাল পানওলাকে অতিরিক্ত দাম নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন ৷ এই থেকে ঝামেলার সূত্রপাত ৷ সিগারেটের প্যাকেটের দাম নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা বাধে ৷ এরই মধ্যে রাগের বশে বাপু হঠাৎ লাঠি দিয়ে বিশালের মাথায় আঘাত করে ৷ ফলে বিশালের মাথা দিয়ে গলগল করে রক্ত বেরতে থাকে ৷ তা দেখে সঙ্গে সঙ্গে জখম খদ্দেরকে নিয়ে হাসপাতালে ছোটে পানওলা বাপু সোনাওয়ানে ৷

হাসপাতালে চিকিৎসক বিশালের ওই আঘাতের জায়গায় তিনটি সেলাই করে তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন ৷ সেইমতো তিনি বাড়ি চলে যান ৷ কিন্তু বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি বিশালকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই ঘটনার পরপরই পুলিশ পানওলা বাপু সোনাওয়ানেকে হেফাজতে নেয় ৷ এক টাকার জন্য এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিআইডিসিও এলাকায় ৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রাকেশ হান্ডে বলেন, “আমেদাবাদ পুলিশ এই ঘটনার তদন্ত করছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মামলা দায়ের করা হবে ৷ আমরা সন্দেহভাজন বাপু সোনাওয়ানেকে হেফাজতে নিয়েছি ৷”

নাসিক শহরে ছোটখাটো বিষয়ে এমন মারধরের ঘটনা প্রায়শ ঘটছে ৷ আর এই মারধর থেকে খুন পর্যন্ত হয়ে চলেছে ৷ চলতি বছরের জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটেছে ৷ স্বাভাবিকভাবে আতঙ্কিত শহরবাসী ৷ তাঁরা পুলিশের উদাসীনতার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷

আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন