Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত কয়েক বছর ধরেই ভারতের বাজারে জনপ্রিয়তা বেড়েছে মিউচুয়াল ফান্ডের। বেশি রিটার্নের আশায় এসআইপি-র মাধ্যমে বিভিন্ন ধরনের ফান্ডে বিনিয়োগের প্রবণতা বেড়েছে। যদিও গত কয়েক মাসে শেয়ার বাজারে অস্থির পরিস্থিতি মিউচুয়াল ফান্ডে লগ্নিকারীদের চিন্তা বাড়িয়েছে। কিন্তু বাজার বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক পরিস্থিতি খারাপ হলেও দীর্ঘমেয়াদে ফান্ড থেকে বড় অঙ্কের লাভ পাওয়ার আশা রাখছেন তাঁরা। তবে কোন ফান্ডে বিনিয়োগ করা লাভজনক তা বেছে নেওয়া মোটেই সহজ কাজ নয়। তবে আপনার বিনিয়োগের উদ্দেশ্য স্পষ্ট থাকলে ফান্ড বেছে নেওয়া তুলনায় সহজ হয়। যেমন আপনি তিন বছরের জন্য বিনিয়োগ করবেন, না পাঁচ বছর না দশ বছর তা নিজেকেই ঠিক করতে হবে। সেই অনুযায়ী ফান্ড বাছতে হবে। এ রকমই কয়েকটি ভ্যালু ফান্ডের খোঁজ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে যেগুলি গত ১০ বছরে ১৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
ভ্যালু ফান্ড কী?
ভ্যালু ফান্ড বুঝতে গেলে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির বোঝার প্রয়োজন রয়েছে। মিউচুয়াল ফান্ডের টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে ফান্ড ম্যানেজার। যে সব স্টকের পারফরম্যান্স দারুণ তাতে স্বাভাবিকভাবেই বিনিয়োগ হয় তুলনায় অনেক বেশি। কিন্তু ভ্যালু ফান্ডের ক্ষেত্রে আন্ডাররেটেড স্টকে বিনিয়োগ করা হয় বেশি। এ ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা সেই সমস্ত স্টক খুঁজে বের করেন, যেগুলির দর হয়তো সে ভাবে বেশি নয়। বাজারে এই স্টক নিয়ে চর্চাও কম। কিন্তু দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেওয়ার সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের ফান্ডে বিনিয়োগে ঝুঁকি কম থাকে, আবার দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা থাকে যথেষ্ট।
বন্ধন স্টার্লিং ভ্যালু ফান্ড: গত ১০ বছরে ১৫.১২ শতাংশ রিটার্ন দিয়েছে। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) ৯ হাজার ৮৪৩ কোটি টাকা।
এইচএসবিসি ভ্যালু ফান্ড: ১৬.৮০ শতাংশ রিটার্ন দিয়েছে গত ১০ বছরে। ফান্ডের এইউএম ১৩ হাজার ৩৯১ কোটি টাকা।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড: ১০ বছরে ১৫.১৭ শতাংশ রিটার্ন দিয়েছে। ফান্ডের এইউএম ৪৮ হাজার ৪৩৯ কোটি টাকা।
জেএম ভ্যালু ফান্ড: গত ১০ বছরে ১৭.৪০ শতাংশ রিটার্ন মিলেছে। এর এইউএম ১ হাজার ৯৫ টাকা।
নিপ্পন ইন্ডিয়া ভ্যালু ফান্ড: গত ১০ বছরে ১৫.৯২ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড। এর এইউএম ৮ হাজার ৪৯৬ কোটি টাকা।
টাটা ইক্যুইটি পিই ফান্ড: গত ১০ বছরে ১৫ শতাংশ রিটার্ন দেওয়ার এই ভ্যালু ফান্ডের এইউএম ৮ হাজার ৪৪৪ কোটি টাকা।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)