এক ধাক্কায় কমলো প্রচুর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : আগামী 3রা মার্চ থেকে শুরু হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে সম্প্রতি প্রকাশিত পর্ষদের নতুন নির্দেশে এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল প্রচুর সংখ্যক। সূত্রের খবর অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় 2 লক্ষ্য 80 হাজার কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। কিন্তু কেন এত বেশি সংখ্যা পরীক্ষার্থী কমে গেল এবার ? কি নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে ? চলুন তাহলে এবার এই বিষয়টা একটু বিস্তারিত আকারে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

কেন কমলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এত সংখ্যক ?

শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে যে, 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় অন্য বাড়ির তুলনায় তুলনামূলকভাবে পাশের হার বেশ কমই ছিল। প্রায় 5 লক্ষ্য 65 হাজার পূর্ব মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন, যেটা স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই কম। যার ফলে তুলনামূলকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখা ও বেশ অনেকটা কমে গেছে। এই নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, অনেক শিক্ষার্থী অন্য পথে ঝুঁকছে, কেউ পলিটেকনিক, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ আইটিআই, কেউবা অন্য কোর্স করতে যাচ্ছে। যার ফলে মাঝ পথেই পড়াশুনা ছাড়তে হচ্ছে তাদের।

আরও পড়ুন : বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরচদ বেশ কিছু নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। যার ফলে আশা করা হচ্ছে পরীক্ষা আরে বেশি সুরক্ষিত থাকবে এবং পরীক্ষা ব্যবস্থা আরো বেশি সচ্ছলভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে। এই সমস্ত ব্যবস্থা গুলি হল –

  • প্রথমবারের মতো অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে।
  • মেটাল ডিটেক্টর বসানো হবে প্রতিটা পরীক্ষা কেন্দ্রে, যাতে কোনো রকম নিষিদ্ধ ইলেকট্রনিক্স পরীক্ষার্থীরা করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে না ঢুকতে পারে।
  • প্রশ্নপত্রের প্রতিটিতে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর যা উত্তরপত্র লেখার সময় উল্লেখ করতে হবে বাধ্যতামূলকভাবে।
  • এবার আর প্রধান শিক্ষকের ঘরে কোনো রকম প্রশ্নপত্র খোলা যাবে না।
  • প্রত্যেক ভেনুতে অন্তত দুটি করে সিসিটিভি ক্যামেরা রাখা হবে যা পরীক্ষা চলাকালীন নজরদারি করতে সাহায্য করবে।
  • পরীক্ষা কেন্দ্রের মধ্যে যদি কোন পরীক্ষার্থী মোবাইল ফোন কিংবা অন্য কোনো নিষিদ্ধ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ধরা পড়ে, তাহলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে।
  • পরীক্ষার্থীদের সামনে হলের মধ্যে প্রশ্নপত্রের প্যাকেট কাটতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন