এক নজরে দেখুন দার্জিলিং লোকসভা কেন্দ্রে আগত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটার নিরিখে দার্জিলিং লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই তৃণমুলের পর রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। ২০১৯ এ দার্জিলিং লোকসভা আসন থেকে বিজেপির হয়ে রাজু বিষ্টা  জয়লাভ করেন। তিনি ৭ লাখ ৫০ হাজার ৬৭ টি ভোট পেয়েছিলেন।

অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন অমর সিং রাই । তিনি ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ টি ভোট পেয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের  অন্তর্গত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী।

আরো পড়ুন :- দেখুন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

১. কালিংপং :- এখানে তৃণমুল ৩৪ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ৯৬ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

bjp-tmc

২. দার্জিলিং :- এখানে তৃণমুল ৩৩ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ১৯ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি  এগিয়ে রয়েছে।

৩. কুর্শিয়ং :- এখানে তৃণমুল ৩৮ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ২২ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি  এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- এক নজরে দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

৪. মাটিগাড়া – নক্সালবাড়ি :- এখানে তৃণমুল ৪৫ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ৪৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি  এগিয়ে রয়েছে।

৫. শিলিগুড়ি :- এখানে তৃণমুল ৩৯ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ৫ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি  এগিয়ে রয়েছে।

৬. ফাঁসিদেওয়া :- এখানে তৃণমুল ৫৩ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি  ১ লাখ ৭ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি  এগিয়ে রয়েছে।

৭. চোপড়া :- এখানে তৃণমুল ৯৪ হাজার ভোট পেয়েছিলো আর বিজেপি ৪৯ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

অথাৎ এই সাত কেন্দ্রের মধ্যে লোকসভার নিরিখে বিজেপি ৬ টি আসেন এগিয়ে রয়েছে। আর তৃণমুল ১ টি আসনে এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- একনজরে দেখুন কোচবিহার লোকসভা কেন্দ্রে আগত বিধান সভায় কার পাল্লা ভারী

বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে  আমাদের ফলো করুন। 

Highlights:- 

১. ২০১৯ এর লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভায় বিজেপি জয়লাভ করে। 

২. ওই লোকসভার ৬ বিধানসভা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। একটিতে তৃণমুল এগিয়ে রয়েছে।

#banglanews #banglanewsdunia #politicalnews #politics 

avilo digital marketing

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন