Bangla News Dunia, Pallab : ভারতের ডিজিটাল অর্থনীতির গল্পে ইউপিআই (UPI) এর প্রভাব সবথেকে বেশি। হ্যাঁ, চায়ের দোকান থেকে শুরু করে ঠেলা গাড়ি, অটো থেকে ট্যাক্সি, আজকাল ইউপিআই ছাড়া জন্য কিছুই চলে না। আর ইউপিআই এর জনপ্রিয়তা এবার নতুন রেকর্ড গড়েছে মার্চ মাসে।
মার্চ মাসে ছুঁল ঐতিহাসিক মাইলফলক
২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস অর্থাৎ মার্চ মাসে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮.৩০ বিলিয়ন অর্থাৎ, ১৮৩০ কোটি। শুধু সংখ্যা নয়, বরং টাকার অংকে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ছুঁয়ে ফেলেছে এক বিরাট রেকর্ড। হিসাব বলছে, মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪.৭৭ লক্ষ কোটি টাকা।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
এখন সাধারণ মানুষ যেভাবে ইউপিআইকে আপন করে নিয়েছে, তাতে ব্যবসা-বাণিজ্য, সরকারি পরিষেবা থেকে শুরু করে স্টার্টআপ, সবকিছুই এখন ডিজিটাল লেনদেনের আয়ত্তে চলে আসছে।
মাত্র একমাসে ১২.৭% বৃদ্ধি
যদি আমরা ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান একটু খতিয়ে দেখি, তাহলে দেখা যাবে ইউপিআই এর জনপ্রিয়তা কতটা দ্রুত গতিতে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে ইউপিআই এর মাধ্যমে মাত্র ২১.৯৬ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছিল। আর মার্চ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪.৭৭ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ প্রায় ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক মাসেই।
দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৯,৯০৩ কোটি টাকা। হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। কোনদিন কল্পনা করে দেখেছেন, রোজ এত টাকার লেনদেন শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই হচ্ছে?
এক বছরে লেনদেন বেড়েছে ৪২ শতাংশ
হিসাব বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ইউপিআই এর মাধ্যমে মোট লেনদেন হয়েছিল ১৩১.১৪ বিলিয়ন। কিন্তু জানলে চমকে উঠবেন, ২০২৪-২৫ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ১৮৫.৮৫ বিলিয়নে। হ্যাঁ, এই এক বছরেই ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউপিআই লেনদেন।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন