Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এক মিসাইলে উড়িয়ে দেওয়া যাবে গোটা চীন ! চীনের আগ্রাসী মনোভাবে বেড়ি লাগানোর জন্য আমেরিকা নিলো এক বিশাল বড় পদক্ষেপ। সম্প্রতি চীন দ্বারা করা এক মিসাইল টেস্ট এর জবাবে এবার আমেরিকার সেনা তাদের রাজধানী ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত লক্ষ্য ভেদ করা মিসাইলের সফল টেস্ট সেরে ফেলল। পরমাণু শক্তির ক্ষমতা সম্পন্ন মিনিটমেন নামের সেই মিসাইল এবার চীনের যেকোন প্রান্তকে নিখুঁত নিশানা বানাতে পারে।
প্রসঙ্গত আমেরিকার সেনার একটি অংশ এই মিনিটমেন মিসাইলের সাথে তিনটি প্রজন্মের সাথে যুক্ত। মিনিটমেন-১ এর আগে ১৯৬২ সালে আমেরিকার সেনাতে যুক্ত হয়। আর দ্বিতীয় এবং তৃতীয় সংস্করণ যথা ১৯৬৫ আর ১৯৭০ সালে আমেরিকা সেনায় যুক্ত হয়। সূত্র মারফত জানা গেছে যে , এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল এক মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপ পর্যন্ত ১৩ হাজার কিলো মিটার পর্যন্ত পথ নিখুঁত ভাবে হামলা করতে সক্ষম।
উলেখ্য লক্ষণীয় একটি ব্যাপার হল এর আগে কখনো আমেরিকা এই মিসাইল অন্য কোন শত্রু দেশের বিরুদ্ধে কোনো দিন ব্যবহার করে নি। অবশ্য ১৮.২ মিটার দীর্ঘ আর ১.৮৫ প্রসস্থের এই মিসাইল ম্যাক-৩ স্পিডে আকাশে ওড়ে। আর এই মিসাইল ৩০০ কেজির নিউক্লেয়ার হাতিয়ার বহন করে নিয়ে যেতে সক্ষম। আমেরিকা চীনের পাশে গুয়াম নেভেল বেসে এই শক্তিশালী মিসাইল মোতায়েন করেছে। উলেক্ষ ২৭ আগস্ট সকালে চীন ৪ টি মিসাইলের পরীক্ষণ করেছিল। তার পরেই আমেরিকাও নিজেদের শক্তি প্রকাশ করল।
Highlights
1. এক মিসাইলে উড়িয়ে দেওয়া যাবে গোটা চীন !
2. আমেরিকাও নিজেদের শক্তি প্রকাশ করল
#মিসাইল #America #China #UN