‘এটা কোনও সভা নয়, পাগলু ডান্স হবে’ ! তৃণমূলের শহিদ সমাবেশ নিয়ে কটাক্ষ শুভেন্দুর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : একুশে জুলাইয়ে ধর্মতলার মহাসমাবেশে জমায়েত হয়েছে হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থকদের। পাশাপাশি একই দিনে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। দক্ষিণে মমতা উত্তরে শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচিতে সরগরম রাজ্য রাজনীতি। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠানকে কটাক্ষ করেছেন শুভেন্দু।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

বিরোধীদের বরাবরের অভিযোগ, একুশে জুলাই কোনও শহিদ স্মরণ অনুষ্ঠান নয়, আদতে এটা তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি। এর সঙ্গে শহিদদের পরিবারের পাশে থাকার কোনও সম্পর্কই নেই। উত্তরকন্যা অভিযানে যাওয়ার আগে সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আবারও একই কথাই বললেন একুশে জুলাই প্রসঙ্গে। শুভেন্দুর কটাক্ষ ‘এটা কোনও সভা নয়, পাগলু ডান্স হবে।’ তিনি বলেন, ‘নাচতে নাচতে আসছে দেখছেন না। জলঙ্গি থেকে বাসের ভেতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজিয়ে। পুরুলিয়া থেকে জোর করে যাদের আনা হয়েছে তারা ইতিমধ্যেই পালিয়েছে। জোর করে লোক আনিয়েছে। ২১ জুলাই কোনও শহিদ স্মরণ অনুষ্ঠান নয়, রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের। বহু মানুষ অনেক রেল স্টেশনে এসে ফিরেও চলে গেছে।’

ছাব্বিশের নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাইয়ের সমাবেশ। সমাবেশে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। এই সমাবেশ থেকেই আগামী বিধানসভা নির্বাচনের কৌশল ও দিশা দেখাবেন শীর্ষ নেতৃত্ব, এটা বলাই যায়।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন