এপ্রিলে এই পাঁচ স্টক কিনতে পরামর্শ বিশেষজ্ঞ সংস্থার, দেখে নিন তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ বা ফিনান্সিয়াল ইয়ার। নতুন অর্থবর্ষে শেয়ার বাজারে লগ্নির জন্য পাঁচটি স্টক কিনতে পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ সংস্থা বোনানজ়া গ্রুপ। দীর্ঘমেয়াদি লগ্নির জন্যই এই স্টকগুলিতে বেছে নিতে বলেছে ওই সংস্থা। ওই সমস্ত সংস্থার স্টকের টার্গেট প্রাইসও জানানো হয়েছে।

অম্বুজা সিমেন্টস: দীর্ঘ পতনের পর এই স্টক ফের ঘুরে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের। গত সপ্তাহে এই স্টক কেনার ব্যাপারে লগ্নিকারীদের ব্যাপক আগ্রহ ছিল। এখন এই স্টকের দাম ৫৩৭ টাকা। গত এক মাসে  সাড়ে ১৫ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার শেয়ারের। এর টার্গেট প্রাইস ৬০০ থেকে ৬২০ টাকা এবং স্টপ লস ৫১০ টাকা।

আরও পড়ুন:- JEE Mains এর অ্যাডমিট কার্ড ছাড়া হল, এই লিংক থেকে ডাউনলোড করুন

ব্যাঙ্ক অফ বরোদা: এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক কেনার ব্যাপারেও বিবেচনা করতে পারেন। এখন এই শেয়ারের দাম ২৩০ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে ৪.৬৮ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। এর টার্গেট প্রাইস ২৮০ থেকে ৩২০ টাকা এবং স্টপ লস ২০০ টাকা।

এনএইচপিসি: পাবলিক সেক্টরের এই হাইড্রোপাওয়ার কোম্পানির স্টকে লগ্নি দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের। গত সপ্তাবে খুব উল্লেখোগ্য পারফরম্যান্স না হলেও গত এক মাসে সাড়ে ১২ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। এখন এই স্টকের দাম ৮২ টাকা। এর টার্গেট প্রাইস ১১৫ থেকে ১৩০ টাকা এবং স্টপ লস ৭০ টাকা।

শ্রী সিমেন্ট: এই সিমেন্ট সংস্থার দিকেও নজর রাখুন আগামী অর্থবর্ষে। বাজারের অস্থির পরিস্থিতির মধ্যেও এর স্টকের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। শেষ ট্রেডিং সেশনে ১.৩৯ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৩০ হাজার ৫৫০ টাকা। গত পাঁচ দিনে ৫.৫১ শতাংশ, গত এক মাসে ১২ শতাংশ এবং গত ৬ মাসে ১৬.৩২ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। এর টার্গেট প্রাইস ৩৫ থেকে ৩৬ হাজার টাকা এবং স্টপ লস ২৯ হাজার ১৫০ টাকা।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন