Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাসেরর শুরুতেই ব্যাংকের বাইরে পেনশন পাওয়ার জন্য লাইন চোখে পরছে। কিন্তু লাইফ সার্টিফিকেট ছাড়া এখন আর পেনশন পাওয়া যাবে না বলে অনেক দিন আগেই কেন্দ্র সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। জীবন প্রমানপত্রের মাধ্যমে সকলে যে বেচে আছে সেটা প্রমাণ করা বাধ্যতামূলক। আর মুলত ৬০ বছরের বেশি মানুষেরা এই টাকা পান তাই তাদের আগে থেকে সঠিক তথ্য না জানা থাকলে ব্যাংকে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং তারা নিজেদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত থাকেন।
পেনশন পেতে লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক
দেশের কোটি কোটি পেনশনভোগীদের এই জীবন প্রমানপত্র (Jeevan Pramaan Life Certificate) এক খুবই গুরুত্বপূর্ণ নথিপত্র হয়ে উঠেছে। আর এছাড়াও যেই সকল মানুষেরা কোন সরকারি প্রকল্পের (Government Scheme 2025) মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সে গিয়েও পেনশন নিচ্ছেন তাদেরকেও এই প্রমাণ জমা করতে হয় ব্যাংকে।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
New Rules to Get Pension
এই প্রমানপত্র যে কোন মানুষের বা পেনশনভোগীদের জন্য খুবই দরকারি নথিপত্রের মধ্যে অন্যতম। পেনশন পাওয়ার জন্য এখন সকলকে নিজেদের বেচে থাকার প্রমাণ জানাতে হয়, নইলে টাকা ঢুকবে না একাউন্টে। বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে এই নথিপত্র সকলেই তৈরি করে নিতে পারবে। সঠিক সময়ে এই নথিপত্র জমা দিতে হয় সকলকে সুবিধা পাওয়ার জন্য।
জীবন প্রমাণ লাইফ সার্টিফিকেট ২০২৫
বিগত ২০২৪ সালের ৩০ শে নভেম্বরের মধ্যেই এই কাজ শেষ করার জন্য বলা হয়েছিল সকলকে। কিন্তু যারা এখনো এই কাজ করেননি তাদের জন্য এই নথি জমা দেওয়া খুবই জরুরি। আর যেহেতু এই নথিপত্র দেশের সকল বয়স্ক মানুষদের দরকারি সেই জন্য এই নথি তৈরি করা বা জমা দেওয়ার ক্ষেত্রে সকল মানুষদের অনেকটাই সমস্যা হয়।
লাইনে না দাড়িয়ে সকল গ্রাহকরাই নিজেদের বাড়িতে বসে অল্প কিছু সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন। আর এই কাজ করার জন্য আপনাদের মোবাইল ফোন থাকলেই হবে আর Aadhaar Face RD বা Jeevan Pramaan Face এই দুই অ্যাপ ইন্সটল করতে হবে। এবারে সকল তথ্য দিয়ে নিজেদের মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় বা সেলফি ক্যামেরাতে নিজের ফটো তুলে জমা করতে হবে।
আর কোন কারণের জন্য যদি এই কাজটি কেউ অনলাইনে বা অফলাইনের মাধ্যমে না করতে পারেন তাহলে তাদের চিন্তার কোন কারণ নেই। আপনারা পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) সাহায্য নিয়ে এই কাজ করে নিতে পারবেন। কিন্তু এই জন্য আপনাদের কিছু টাকা খরচ হতে পারে। তাই খুব সহজে কোন ধরণের সমস্যার আগে আপনারা এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
আর আরও জানতে হলে জীবন প্রমাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে জেনে নিতে পারবেন বা আগের থেকে যারা এই নথি জমা করছেন তাদের থেকে তথ্য নিয়ে বা ব্যাংকে গিয়ে কোন আধিকারিক বা ম্যানেজারের সঙ্গে এই সম্পর্কে আলোচনা করার মাধ্যমে আপনারা এই কাজ করতে পারবেন। তাই আর দেরি না করে এই কাজ তাড়াতাড়ি করে ফেলুন যাতে নতুন গ্রাহকদের কোন সমস্যা না হয়।
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন