এপ্রিলে রাজ্য সরকারি কর্মী গোল্ডেন গিফট ! আকাশে বাতাসে খুশির সংবাদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চাকরির ব্যস্ত জীবনে একটু বিশ্রাম যেন স্বপ্নের সমান। অবশেষে সেই স্বপ্নটাই সত্যি হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য। এর কারণ, ২০২৫ সালের এপ্রিল মাসে এমন একটি ক্যালেন্ডার গঠিত হয়েছে, যেখানে আপনি টানা ৯ দিন ছুটি পেতে চলেছেন!আমরা সকলে জানি এপ্রিল মানেই বাংলা নববর্ষ, গুড ফ্রাইডে—এইসব উৎসবের আবহে সরকারি ছুটির মেলা লেগেই থাকে সব সময়। আর এবার সেই ছুটিগুলোর সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি এবং এর মাঝখানে মাত্র দুই দিন আর্নড লিভ (EL) নেওয়ার সুযোগ, যা পুরো সপ্তাহকেই করে তুলছে ছুটির প্যারাডাইস! তাহলে আসুন এই ছুটি ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা যাক।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের ছুটির ক্যালেন্ডার (২০২৫) :

  • ১৪ এপ্রিল (সোমবার): ড. বি. আর. আম্বেদকরের জন্মদিন (সরকারি ছুটি)
  • ১৫ এপ্রিল (মঙ্গলবার): বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ (সরকারি ছুটি)
  • ১৬ এপ্রিল (বুধবার): কর্মদিবস – তবে EL নিলে ছুটি পেতে পারেন
  • ১৭ এপ্রিল (বৃহস্পতিবার): কর্মদিবস – EL নিলে টানা ছুটি নিশ্চিত
  • ১৮ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে (সরকারি ছুটি)
  • ১৯ এপ্রিল (শনিবার): সাপ্তাহিক ছুটি
  • ২০ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি

সোজা হিসেব – আপনি যদি শুধু ১৬ ও ১৭ এপ্রিল EL হিসেবে নেন, তাহলে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আপনার আরামই আরাম করে কেটে যাবে!
মোট ছুটি: ৯ দিন

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন