এপ্রিল মাসেই Ration-এর নিয়মে ব্যাপক বদল! জানুন বদলে যাচ্ছে কোন নিয়ম?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে দেশের লাখ লাখ জনসাধারণ রেশন (Ration) দ্বারা উপকৃত। বিনামূল্যে চাল, গম ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পাচ্ছেন তাঁরা। সমাজের বিভিন্ন শ্রেণীর জনসাধারণের জন্য আলাদা আলাদা রেশন কার্ড (Ration Card) রয়েছে। তবে সরকার এই রেশনের নিয়মে মাঝেমধ্যেই বদল আনে। ঠিক যেমন এপ্রিল মাসে এই রেশনের নিয়মে বদল আসছে। যার দ্বারা লাখ লাখ উপোভক্তা প্রভাবিত হবেন।

Ration Card Rules 2025

জনসাধারণের জন্য রেশন কার্ড কেবল দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে না, তার সাথে সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প বলেও চিহ্নিত হয়। সম্প্রতি এই রেশন কার্ড নিয়েই নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে জানা যাচ্ছে যে, ২১ এপ্রিল ২০২৫ থেকে, রেশন কার্ড সম্পর্কিত কিছু নতুন নিয়ম লাগু হতে চলেছে আর এমন একটি নির্দেশিকা কার্যকরী হয়েছে যা কিনা প্রত্যেক গ্রাহকেরই জানা প্রয়োজন। তাই যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন।

আরও পড়ুন:- রান্নার গ্যাসে ভর্তুকি একেবারে বন্ধ হচ্ছে! ভর্তুকি পেতে হলে আজই এই কাজ সেরে নিন

রেশন কার্ডের নতুন নিয়মে কি বলা হচ্ছে?

এ বিষয়ে সরকার বলছে, আগের ব্যবস্থায় ছিল বেশ কিছু ত্রুটি। যেমন ভুয়ো সুবিধাভোগী, আবার একই ব্যক্তির ছিল একাধিক কার্ড, মৃত ব্যক্তির নামেও রেশন নেওয়া চলত। তবে এবার সমস্যা গুলি কাটিয়ে প্রকৃত অভাবীদের সুবিধা প্রদানের জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।

কোন কোন নিয়ম থাকছে?

  1. জানা যাচ্ছে, এখন থেকে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হচ্ছে।
  2. কোনো একটি পরিবারে বৈধ থাকবে শুধুমাত্র একটি সক্রিয় রেশন কার্ড।
  3. আধারের সাথে লিঙ্ক করা রেশন কার্ডের দ্বারাই কেবল শস্য পাওয়া যাবে।
  4. যাদের কার্ড ইতিমধ্যেই আছে, তাদের জন্য KYC আপডেট করা আবশ্যক হচ্ছে।
  5. এবার থেকে রাজ্যের বাইরে থাকাকালীন রেশন পাওয়ার সুবিধা জোরদার হবে। অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড পন্থায় জোর দেওয়া হবে।

এই সকল নিয়মের দ্বারা কী সুবিধা হবে?

  1. এই নিয়মগুলি কার্যকর হওয়ার ফলে প্রকৃত অভাবী ব্যক্তিরা রেশন পাবেন।
  2. আশা করা যাচ্ছে যে, আগের চাইতে দুর্নীতি ও জালিয়াতি বন্ধ হবে।
  3. স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
  4. পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণ পাওয়া যাবে।
  5. সরকারি ব্যয় কমবে, অপ্রয়োজনীয় কার্ড অপসারণ করা হবে।

উপসংহার: এই পরিষেবা চালু হলে আগের তুলনায় অনেক বেশি উপকৃত হবেন মানুষ। যাদের প্রকৃত রেশনের দরকার তারা রেশন পাবেন। সমাজের দরিদ্র জনসাধারণের অনেক বেশি সুবিধা হবে। গোটা প্রক্রিয়াটাতে স্বচ্ছতা আসবে। অন্তত তেমনটাই ধারণা করা যাচ্ছে।

আরও পড়ুন:- মুর্শিদাবাদ-ভাঙড় হিংসায় বাংলাদেশি জিহাদিদের হাত, রিপোর্ট কেন্দ্রের

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন