এপ্রিল মাসে কোন কার্ডে কত রেশন পাবেন ? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab ; পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করে। এই উদ্যোগ শুধুমাত্র খাদ্য সরবরাহের একটি ব্যবস্থা নয়, বরং এটি একটি সামাজিক সুরক্ষা নীতি, যা দরিদ্র জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

প্রতি মাসের মতো এই মাসে অর্থাৎ এপ্রিল মাসেও দেওয়া হবে রেশন সামগ্রী। তবে এই মাসে কোন কোন সামগ্রী পাবেন আর কোনগুলো পাবেন না তা আগে জেনে নিন।

রেশন কার্ডের গুরুত্ব ও এপ্রিল মাসের নতুন কর্মসূচি

প্রতি মাসে রাজ্য সরকার রেশন কার্ডধারীদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করে থাকে, যা নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে।

২০২৫ সালের এপ্রিল মাসেও এই রেশন কর্মসূচির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তবে, রেশন কার্ডের ধরন অনুযায়ী এই সুবিধার পরিমাণ নির্ধারিত হবে।

রেশন কার্ডের ধরন ও সুবিধা

রাজ্য সরকার চারটি প্রধান ক্যাটাগরির রেশন কার্ড চালু করেছে, যা সুবিধাভোগীদের চাহিদা ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে প্রদান করা হয়।

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)

এই কার্ড মূলত অতি দরিদ্র পরিবারদের জন্য নির্ধারিত। এ ধরনের কার্ডধারীরা প্রতি মাসে পান:

২১ কেজি চাল

১৪ কেজি গমের পরিবর্তে আটা

১ কেজি চিনি

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH)

এই শ্রেণীর কার্ডধারীরা নিম্ন-মধ্যবিত্ত হলেও তাদের আয় সীমিত। তারা প্রতি সদস্যের জন্য পান:

৩ কেজি চাল

১.৯০০ কেজি আটা

RKSY-1 ও RKSY-2

এই দুই ধরনের রেশন কার্ডধারীদের জন্য বরাদ্দ:

RKSY-1: প্রতি সদস্য ৫ কেজি চাল পান।

RKSY-2: প্রতি সদস্য ২ কেজি চাল পান।

এই সুবিধার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন