এপ্রিল মাসে গ্যাস সিলিন্ডারের দাম কমলো অনেকটাই, স্বস্তির খবর সকলের জন্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চলতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য বিশাল বড় একটি সুখবর। কয়েক মাস ধরে লাগাতার এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পাচ্ছিল অবশেষে গ্রাহকদের মনে সুখবর নিয়ে এলো এলপিজি গ্যাস সিলিন্ডারের তরফ থেকে। এলপিজি গ্যাস সিলিন্ডার বিরাট বড় দামের পতন ঘটল। আপনি বা আপনার পরিবার যদি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। 

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

চলতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারে মূল্য হ্রাস ঘটায় পশ্চিমবঙ্গের গৃহস্থ থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ মালিকদের মুখে হাসি ব্যাপক ফুটেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে এর ফলে ভারতীয় তেল কোম্পানিগুলোতেও মূল্য রাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামেও ব্যাপক পরিবর্তন ঘটেছে।

এলপিজি গ্যাস সিলিন্ডারে যে দামের প্রথম ঘটেছে সেখানে দেখা গিয়েছে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম কলকাতায় ৩২ টাকা কমে এখন ১,৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গৃহস্থালি ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হাজারের নিচে নেমে এসেছে যেখানে কলকাতায় ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা এবং মুম্বাইয়ে ৮০২.৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

দাম কমার পেছনের কারণ

এই দাম কমার পিছনে রয়েছে বহির বিশ্বে আন্তর্জাতিক কারণ। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪% শতাংশ হ্রাস পেয়েছে। ফলে এর প্রভাব সরাসরি পড়েছে এলপিজি গ্যাসের দামে। আন্তর্জাতিক তেল বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা এবং প্রচুর পরিমাণে তেলের উৎপাদন বৃদ্ধির দরুন এই তেলের দামের মূল্যহ্রাস ঘটেছে। এই মূল্য রাশের ফলে গৃহস্থ্য থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরা মালিকেরা বেজায় খুশি। তেলের দাম কমার ফলে যেমন একদিকে উপকৃত হয়েছেন গৃহিণীরা তেমনি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর মালিকসহ, ফুড কোম্পানিগুলো উপকৃত হয়েছেন।।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন