এপ্রিল মাসে ফের গ্যাসের দামে পতন, দেখুন আপনার শহরে কত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) হল ভারত সরকারের একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প, যা ১ মে ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু করা হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG (তরল পেট্রোলিয়াম গ্যাস) সংযোগ প্রদান করা, যাতে তারা পরিষ্কার এবং স্বাস্থ্যকর রান্নার ব্যবস্থা পেতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার পর ধীরে ধীরে গ্যাসের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

এর ফলে ভারতবর্ষের গরিব গ্রামীণ পরিবার গুলি অধিক মূল্যে রান্নার গ্যাস ক্রয় করতে পারছেন না। যদিও বর্তমানে ভারত সরকারের তরফে গ্যাসের সিলিন্ডার প্রতি কিছু সাবসিডি মূল্য প্রদান করা হয় তবুও তা যথেষ্ট নয়। এই নিয়ে বিরোধীদল গুলি সরকারের একাধিকবার সমালোচনা করেছেন। অবশেষে রান্নার গ্যাসের দাম তথা LPG Gas Price এক ধাক্কায় অনেকটা কমে গেল। রান্নার গ্যাসের মূল্য সত্যিই কি কমেছে? আর মূল্য কমলেও ঠিক কতটা মূল্য কমেছে? এই সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাসের কারণ:

এলপিজি গ্যাস সিলিন্ডার যেহেতু অপরিশোধিত তেলের দাম ওঠানোর সঙ্গে সম্পর্কযুক্ত তাই সর্বদা এর মূল্য একই রকম থাকে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা সরাসরি এলপিজি সিলিন্ডারের দামের উপর গভীর প্রভাব ফেলে। প্রতি মাসের শুরুতে সরকারি তেল সংস্থাগুলি দামের পর্যালোচনা করে এবং নতুন মূল্য ঘোষণা করে। এই মোতাবেক গত মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাস পাওয়ায় ভারতীয় বাজারেও অপরিশোধিত তেলের মূল্যের ব্যতিক্রম ঘটেছে। তাই ভারত সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

এলপিজি সিলিন্ডারের নতুন দাম:

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য হ্রাস পাওয়ায় ভারতীয় বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা কমে গিয়েছে। বিশেষ করে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারে এই মূল্য অনেকটা কমেছে। ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩২ টাকা কমানো হয়েছে। কলকাতায় বর্তমানে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য ১,৮৭৯ টাকা। যা মার্চ মাসে কলকাতায় এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯১১ টাকা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন