Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে আর্থিক সহায়তা পান। এর মধ্যে লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্প অত্যন্ত জনপ্রিয়।
বর্তমানে এপ্রিল মাস শুরু হয়েছে, এবং অনেকেরই প্রশ্ন – কবে ব্যাংক একাউন্টে প্রকল্পের টাকা জমা হবে? নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন? বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
লক্ষীর ভান্ডার প্রকল্প: পুরোনো উপভোক্তাদের জন্য অর্থপ্রদানের তারিখ
যারা পূর্ব থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী, তারা এপ্রিল মাসেও নির্ধারিত অর্থ পাবেন।
এসসি ও এসটি ক্যাটাগরির উপভোক্তারা প্রতি মাসের মতো ১২০০ টাকা পাবেন।
ওবিসি ও জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা ১০০০ টাকা পাবেন।
এপ্রিল মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে এই টাকা ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।
নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন?
যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও অনুমোদন দেওয়া হয়নি।
বর্তমানে সরকার নতুন কোনো শূন্যপদের ঘোষণা করেনি, তাই নতুন উপভোক্তারা এখনই টাকা পাবেন না। তবে, সূত্রের খবর অনুযায়ী, এই মাস অর্থাৎ এপ্রিল মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থপ্রদান শুরু হতে পারে।
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা: পুরোনো উপভোক্তাদের অর্থপ্রদানের তারিখ
এই প্রকল্প গুলির আওতায় প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।
যারা পূর্ব থেকে এই ভাতা পেয়ে আসছেন, তারা ১৫ই এপ্রিলের মধ্যে ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন।