Bangla News Dunia, Pallab : উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রতি বছর কিংবদন্তি অভিনেতাকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মান (Mahanayak Samman 2025) দেওয়া হয়। ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে প্রথম ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর একে একে দেব, সোহম সহ প্রতি বছর কোনও না কোনও তারকা এই পুরস্কার গ্রহণ করছেন। এবার সেই তালিকায় কে কে রয়েছেন দেখে নেওয়া যাক…
আরও পড়ুন : ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ! চালু রাখতে এই কাজ করুন
অভিনেত্রী- গার্গী রায়চৌধুরী
গায়িকা- ইমন চক্রবর্তী
পরিচালক- গৌতম ঘোষ
গায়ক- রূপঙ্কর বাগচী
মেকআপ – সোমনাথ কুণ্ডু
প্রোডাকশন ডিজাইন – আনন্দ আঢ্য
এদিন ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সবার সঙ্গে মঞ্চে একফ্রেমে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ক্যামেরার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের অবদানও যে কম কিছু নয়, তাও জানান তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, অদিতি মুন্সী সহ আরও অনেকে।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !