এবার ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকে অনলাইনেই টিকিট বুকিং! জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর হুড়োতাড়া করে নয় ৷ এবার থেকে সময় মতোই বাস পরিষেবা পাবেন কলকাতার যাত্রীরা ৷ সরকারি বাসে চালু হল ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকে টিটিক বুকিংয়ের পরিষেবা ৷ বর্তমানে মোট 12টি রুটকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে ৷ এরপর ধাপে ধাপে বাড়ানো হবে রুটের সংখ্যা ৷ সরকারি বাসের পাশাপাশি খুব শীঘ্রই এই 12টি রুটের বেসরকারি বাসেও চালু করা হবে এই সুবিধা ৷

মূলত, বাসে-বাসে রেষারেষি রুখতে এবং পথ দুর্ঘটনা এড়াতে সরকারি ও বেসরকারি বাসকে আনা হচ্ছে রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতদিন পর্যন্ত এই অ্যাপটিকে কেবলমাত্র হলুদ ট্যাক্সি বুক করার ক্ষেত্রে ব্যবহার করা হতো ৷ তবে, এবার থেকে বাস পরিষেবাকেও এই অ্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হল ।

নতুন বছরের শুরুতেই সরকারি ও বেসরকারি বাসে পরীক্ষামূলকভাবে ‘যাত্রী সাথী’ অ্যাপের পরিষেবা চালু করার কথা ছিল রাজ্য পরিবহণ দফতরের । গত 10 জানুয়ারি থেকে নির্ধারিত 12টি রুটের সরকারি ও বেসরকারি বাসে এই পাইলট প্রজেক্ট চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সরকারের তরফে । কিন্তু, সফ্টওয়্যারের কিছু জটিলতা থাকার কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি ৷

পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, 12টি রুটে মোট 42টি বাসে এই অ্যাপের পরিষেবা চালু করা হয়েছে । শুরুতে অ্যাপে কিছু সমস্যা ছিল ৷ পাশাপাশি, চালকদেরও এই নয়া ব্যবস্থায় সড়গড় হতে কিছুটা সময় লাগছে । উল্লেখ্য, ‘যাত্রী সাথী’ অ্যাপটি ব্যবহারের জন্য রাজ্য পরিবহণ দফতরের তরফে চালকদের একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, চার্জার এবং পাওয়ার ব্যাঙ্ক-সহ এক বছরের ডেটা রিচার্য করে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে মোদি সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন, দেখে নিন বিস্তারিত

YATRI SATHI

যাত্রী সাথী অ্যাপ

 

যেসব রুটের সরকারি বাসে চালু হল ‘যাত্রী সাথী’ পরিষেবা:-

হাওড়া থেকে এয়ারপোর্টগামী ‘AC39’ বাস ৷ বাসটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে হাওড়া ব্রিজ ইস্ট-বিবাদী বাগ-এসপ্ল্যানেডইস্ট-লালবাজার-কলুটোলা ক্রসিং-এমজি রোড- গিরিশ পার্ক- মানিকতলা- কাঁকুড়গাছি-উল্টোডাঙ্গা-লেকটাউন-বাগুইআটি-কৈখালী হয়ে এয়ারপোর্ট গেট নম্বর 1 পৌঁছবে ।

নবান্ন থেকে এয়ারপোর্টগামী ‘S10’ বাস ৷ বাসটি নবান্ন থেকে ছেড়ে পিটিএস-এসপ্ল্যানেড-শ্যামবাজার-চিড়িয়ামোড়-নাগেরবাজার পৌঁছবে ৷

এয়ারপোর্ট গেট নম্বর 1 থেরে হাওড়া ময়দানগামী ‘AC40’ বাস ৷ বাসটি এয়ারপোর্ট গেট নম্বর 1 থেকে ছেড়ে নাগেরবাজার-যশোর রোড-লেকটাউন ক্রসিং-পাতিপুকুর-শ্যামবাজার-গিরিশ পার্ক-এমজি রোড- বড়বাজার-হাওড়া স্টেশনে পৌঁছবে ।

বারাসত থেকে হাওড়া স্টেশনগামী ‘AC2’ বাস ৷ বাসটি হৃদয়পুর-মধ্যমগ্রাম চৌরাস্তা ক্রসিং-দোলতলা-নিউ ব্যারাকপুর বিটি কলেজ-মাইকেল নগর-বাঁকড়া মোড়-বিরাটি মোড়-এয়ারপোর্ট গেট নম্বর 1-কৈখালী-হলদিরাম-তেঘরিয়া-কেষ্টপুর-বাগুইআটি-দমদম পার্ক-লেকটাউন ক্রসিং-হাডকো-উল্টোডাঙ্গা-কাঁকুড়গাছি-মানিকতলা-গিরিশ পার্ক- সিআর অ্যাভেনিউ ক্রসিং-এমজি রোড ক্রসিং-সত্যনারায়ণ পার্ক-হাওড়া ব্রিজ ইস্ট পর্যন্ত যাবে ।

গড়িয়া থেকে রাজচন্দ্রপুরগামী ‘AC50A’ বাস ৷ বাসটি পাটুলি-ইএম বাইপাস- সাইনসিটি চিংড়িহাটা-ভিআইপি রোড-কৈখালী-এয়ারপোর্ট গেট নম্বর1-দুর্গানগর- বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে-দক্ষিণেশ্বর-বালি হল্ট পর্যন্ত চলবে ।

গলফগ্রিন থেকে এয়ারপোর্টগামী ‘AC43’ বাস ৷ বাসটি গলফগ্রিন-লেক গার্ডেন্স- যাদবপুর পিএস-সেলিমপুর-সাঁপুইপাড়া-কালিকাপুর-রুবি-ইএম বাইপাস-সাইনসিটি- চিংড়িঘাটা-নিকোপার্ক-স্বাস্থ্য ভবন-কলেজ মোড়-টেকনো পলিস-নিউটাউন-হোম টাউন-নারকেল বাগান-সিটি সেন্টার 2-কৈখালী-এয়ারপোর্ট গেট নম্বর 1-এয়ারপোর্ট গেট নম্বর 3 পর্যন্ত চলবে ।

গড়িয়া থেকে এয়ারপোর্টগামী ‘AC37A’ বাস ৷ বাসটি গড়িয়া-পাটুলি-পিয়ারলেস- কালিকাপুর-রুবি-ভিআইপি বাজার-সাইনসিটি-চিংড়িঘাটা নিকো পার্ক-স্বাস্থ্য ভবন- এসডিএফ-টেকনো পলিস-নিউটাউন-হোম টাউন-নারকেল বাগান-ইকোপার্ক-নব দিগন্ত মোড়-সিটি সেন্টার 2-চিনার পার্ক-এয়ারপোর্ট গেট নম্বর 1 এবং এয়ারপোর্ট গেট নম্বর 2 পর্যন্ত চলবে ।

করুণাময়ী থেকে রাজচন্দ্রপুরগামী ‘AC23A’ বাস ৷ বাসটি করুণাময়ী থেকে ছেড়ে কলেজ মোড়-নিউ টাউন-ইউনিটেক-ইকোস্পেস-আলিয়া ইউনিভার্সিটি-ডাবর মোড়- ইকোপার্ক-সিটি সেন্টার 2-হলদিরাম-এয়ারপোর্ট গেট নম্বর 1-বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে- দক্ষিণেশ্বর -বালি হল্ট হয়ে রাজচন্দ্রপুর পর্যন্ত চলবে ।

করুণাময়ী থেকে রাজচন্দ্রপুরগামী ‘S23A’ বাস ৷ বাসটি করুণাময়ী থেকে ছেড়ে কলেজ মোড়-নিউ টাউন-ইউনিটেক-ইকোস্পেস-আলিয়া ইউনিভার্সিটি-ডাবর মোড়-ইকোপার্ক-সিটি সেন্টার 2- হলদিরাম-এয়ারপোর্ট গেট নম্বর 1-বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে-দক্ষিণেশ্বর-বালি হল্ট- রাজচন্দ্রপুর পর্যন্ত চলবে ।

ছোটফিঙা থেকে হাওড়াগামী ‘S66’ বাস ৷ বাসটি বারাসাত-মধ্যমগ্রাম-উল্টোডাঙ্গা-গিরিশ পার্ক হয়ে হাওড়া পর্যন্ত চলবে ।

বারাসত থেকে করুণাময়ীগামী ‘EB12’ বাস ৷ বাসটি হৃদয়পুর-মধ্যমগ্রাম চৌরাস্তা-নিউ ব্যারাকপুর-বিটি কলেজ-বাঁকড়া মোড়-এয়ারপোর্ট 1-সিটি সেন্টার 2-ইকোপার্ক-আলিয়া ইউনিভার্সিটি-ইকো স্পেস-আদিবাসী ভবন হয়ে করুণাময়ী পর্যন্ত চলবে ।

কুদঘাট থেকে এয়ারপোর্টগামী ‘ACV1’ বাস ৷ বাসটি টালিগঞ্জ-ফাঁড়ি-রাসবিহারী ক্রসিং-গড়িয়াহাট-রুবি-ভিআইপি বাজার-সাইনসিটি-চিংড়িঘাটা-অ্যাপোলো হাসপাতাল-বেঙ্গল কেমিক্যাল-হাডকো-বাঙ্গুর-রঘুনাথপুর হয়ে কৈখালী পৌঁছবে ।

পরিবহণ ভবন সূত্রে খবর, আপাতত 12টি রুটে পরীক্ষামূলকভাবে সরকারি বাসে এই ‘যাত্রী সাথী’ অ্যাপের পরিষেবা শুরু করা হয়েছে ৷ এছাড়াও 12টি রুটের বেসরাকারি বাসেও চালু করা হবে এই অ্যাপ ।

উল্লেখ্য, ‘যাত্রী সাথী’ অ্যাপটিকে পরিবহণ দফতরের তরফে দেওয়া বাসের চালকদের ফোনে ডাউনলোড করতে হবে । প্রতিটি বাসের একটি ‘QR code’ থাকবে ৷ সেই ‘QR code’ দিয়ে চালককে প্রতিদিন পরিষেবা শুরু করার আগে বাধ্যতামূলকভাবে অ্যাপে লগ ইন করতে হবে । এর ফলে বাসটি কোন রুট দিয়ে কখন যাচ্ছে, তার উপর নজরদারি চালাতে পারবে পরিবহণ দফতর ।

এমনকী, কোনও বাস বিপদজনক গতিতে চললে এবং অন্য কোনও বাসের সঙ্গে রেষারেষি করলে, অ্যাপের মাধ্যমে তাও জানা যাবে । অন্যদিকে, যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন এবং বাসটি কতক্ষণে কোথায় পৌঁছল, সেটিও দেখতে পাবেন যাত্রীরা । একটি টিকিটের মেয়াদ থাকে 30 মিনিট ।

আরও পড়ুন:- AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা? দেখে নিন এক ক্লিকে

আরও পড়ুন:- ফ্যাক্ট চেক: জুলাই-অগস্টে বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক হিংসা বা হত্যা হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন