এবার একটানা ২ মাস গরমের ছুটি ! কবে থেকে কবে অবধি দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

দিনের পর দিন দেশজুড়ে পারদের মান যেন উপরের দিকে উঠছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা দিতে এবার রাজ্যের শিক্ষা দপ্তরগুলি গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত রাজ্যে এবার দেখা যাচ্ছে, গরমের ছুটি পড়তে চলেছে দুমাসের জন্য। কিন্তু কবে থেকে পড়বে ছুটি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

কোন কোন রাজ্য কবে থেকে ছুটি?

চরম তাপপ্রবাহের কারণে বেশ কয়েকটি রাজ্যে ছুটি শুরু হচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে। হ্যাঁ, এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, তেলেঙ্গানা সহ আরো কয়েকটি রাজ্য। যেমনটা জানা যাচ্ছে-

  • উত্তরপ্রদেশে ছুটি শুরু হচ্ছে ১৫ই মে থেকে।
  • বিহারে ছুটি শুরু হচ্ছে ১৪ই মে থেকে।
  • রাজস্থানে ছুটি শুরু হচ্ছে ১৩ই মে থেকে।
  • মধ্যপ্রদেশে ছুটি শুরু হচ্ছে ১৮ই মে থেকে।
  • দিল্লিতে ছুটি শুরু হচ্ছে ২০ই মে থেকে।
  • হরিয়ানায় ছুটি শুরু হচ্ছে ১৯শে মে থেকে।
  • ঝাড়খণ্ডে ছুটি শুরু হচ্ছে ১৯শে মে থেকে।
  • তেলেঙ্গানায় ছুটি শুরু হচ্ছে ২১শে মে থেকে।

এমনকি জানিয়ে রাখি, প্রত্যেকটি স্কুল খোলার সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহ। অর্থাৎ একটানা প্রায় ২ মাসের ছুটির আনন্দে মজতে পারবে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গের ছুটিও এগিয়ে আনা হচ্ছে

এই মুহূর্তে বাংলায় গরমের ছুটি শুরু হচ্ছে তুলনামূলক অনেকটাই আগে। হ্যাঁ, ৩০শে এপ্রিল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজের গরমের ছুটি। অতিরিক্ত গরমের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। গত বছর রাজ্যের ছাত্রছাত্রীরা প্রায় দুই মাস ছুটি পেয়েছিল। আর এবছর পরিস্থিতির বিবেচনা করে আরো ছুটি বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

এখন চিকিৎসকরা মনে করছে, অত্যাধিক গরমে শিশুদের শরীরের উপর যাতে কোনও খারাপ প্রভাব না পড়ে, তার জন্য স্কুল শিক্ষা দপ্তরকেই দায়িত্ব নিতে হবে। ক্লাসরুমে গরমের চাপে অনেক সময় মাথাব্যথা, বমি, অজ্ঞান হয়ে যাওয়ার মত শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর এর ফলে দীর্ঘ ছুটি শুধুমাত্র আনন্দের নয়, বরং স্বাস্থ্যকে ভালো রাখার জন্যেও অনেকটাই সাহায্য করবে।

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন