Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এবার রাজ্য জুড়ে স্কুল ছুটির মেয়াদ প্রায় দুই মাস! পশ্চিমবঙ্গ সরকার গরমের ছুটির সময় সীমা আগে ভাগেই ঘোষণা করেছে। গরম ও তাপ প্রবাহের কারণে শিক্ষার্থীদের সুরক্ষা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা স্কুল কলেজে পড়েন বা যাদের সন্তান আছে, তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে কি ২ মাস টানা ছুটি দেওয়া হবে? সেই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া যাক।
এবার একটানা ২ মাস গরমের ছুটি! কবে থেকে কবে অবধি দেখে নিন
ছুটি শুরু হচ্ছে এপ্রিল মাসের শেষেই অর্থাৎ ৩০ শে এপ্রিল, এই ছুটি সরকারি ও সরকার পোষিত স্কুল গুলোতে এই তারিখ কার্যকর হবে। আর গরমের বাড়বাড়ন্তের জন্য সরকারের তরফে এই ঘোষণা কড়া হয়েছে। কিন্তু কত দিন পরে ফের একবারের জন্য এই স্কুল খোলা হবে সেই নিয়ে কিছু এখন জানানো হয়নি। কিন্তু বিগত বছর গুলোর মত এবারেও কি টানা ১.৫ বা ২ মাসের মত ছুটি দেওয়া হতে পারে এমনটা মনে করছেন অনেকেই।
পশ্চিমবঙ্গে গরমের ছুটি ২০২৫
২০২৫ সালের গ্রীষ্মে পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, অতিরিক্ত গরমে স্কুলে যাতায়াত এবং ক্লাসে বসে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। এছাড়াও SSC ২৬০০০ চাকরি বাতিল ও এর সঙ্গে আগামী সোমবার ৩২০০০ প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার চাকরি নিয়ে ডামাডোলের জন্য এই গরমের ছুটি বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুল, কিছু সরকারি সাহায্য প্রাপ্ত বেসরকারি স্কুল, বিভিন্ন মিশনারি ও CBSE স্কুলও এই তারিখ অনুসরণ করতে পারে, তবে ICSE ও কিছু প্রাইভেট স্কুল নিজেদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ভিন্ন সময়েও গরমের ছুটি দিতে পারে। তাই এইটা একটা অনুমানের ভিত্তিতে সকলের তরফে মনে করা হচ্ছে আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
- বাচ্চাদের বাড়িতে নিরাপদে রাখতে সচেষ্ট হোন
- বাইরে খেলাধুলার সময় সকাল বা সন্ধ্যা বেছে নিন
- পর্যাপ্ত জল খাওয়া নিশ্চিত করুন
- অতিরিক্ত গরমে রোদে বাইরে না বেরোনোই ভালো
কীভাবে সময় কাজে লাগাবেন?
- হালকা পড়াশোনা বজায় রাখুন
- শিক্ষামূলক কার্টুন বা বইয়ের প্রতি আগ্রহ বাড়ান
- পরিবারে সময় কাটানোর সুযোগ নিন
গ্রীষ্মের ছুটি মানেই বিশ্রাম ও আনন্দ!
ছাত্র ছাত্রীদের জন্য এটি শুধুমাত্র বিশ্রামের সময় নয়, বরং মানসিক ভাবে চাঙ্গা হয়ে ওঠারও সুযোগ। পড়াশোনার পাশাপাশি গ্রীষ্মকালীন নানা কোর্স বা হবি ডেভেলপ করার সময় হিসেবেও এই ছুটি দারুণ কাজে আসতে পারে। কিন্তু গরমের ছুটিতে বেশি মজা করতে গিয়ে পড়াশোনা ভুলে গেলে হবে না সেই সম্পর্কেও সকলকে মনে রাখতে হবে। এই নিয়ে আরও কোন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন