Bangla News Dunia, Pallab : এখনকার দিনে ফোনে টাকা লেনদেন মানেই UPI—দোকানে কিছু কিনতেই হোক, বা বন্ধুকে টাকা পাঠাতে, সবাই এখন ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত। এই সময়েই এক নতুন খবর সামনে এসেছে, যেটা অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।
আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !
সরকার ভাবছে, যদি কেউ ২,০০০ টাকার বেশি UPI-তে লেনদেন করে, তাহলে সেই টাকার উপর ১৮ শতাংশ হারে GST বসানো হবে। মানে, বেশি টাকার ডিজিটাল লেনদেন করলেই কর দিতে হতে পারে! এটা পিয়ার-টু-পিয়ার (P2P) বা পিয়ার-টু-মার্চেন্ট (P2M)—সব ধরনের লেনদেনেই লাগু হতে পারে।
তবে এটা এখনো শুধু ভাবনা পর্যায়ে আছে, সরকার এখনও পাকাপাকি কিছু জানায়নি। সরকারি এক অফিসার নাকি বলেছেন, “আমরা ভাবছি, কিন্তু এখনও কিছু ঠিক হয়নি।”
সরকার ভাবছে, কিন্তু এখনও কিছু ঠিক হয়নি
এই সিদ্ধান্ত এখনো পুরোপুরি নেওয়া হয়নি। সরকার শুধু আলোচনা করছে যে, বড় অঙ্কের UPI লেনদেনের ওপর কর বসালে কেমন প্রভাব পড়বে। তারা বলছে, কর বসালেও যেন মানুষের উপর খুব চাপ না পড়ে, সেদিকটা ভেবেই তারা এগোবে।
ছোট দোকানদারদের জন্য আলাদা সুবিধা দিচ্ছে সরকার
এই খবরের সঙ্গে আরেকটা বিষয় জানার মতো। সরকার ছোট ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ১,৫০০ কোটি টাকার একটা প্রণোদনা প্রকল্প চালু করেছে।
এখন কেউ যদি BHIM-UPI দিয়ে ২,০০০ টাকার কম লেনদেন করে, তাহলে সেই লেনদেনে কোনো বাড়তি খরচ (Zero MDR) লাগবে না। বরং দোকানদাররা ওই লেনদেনের কিছু শতাংশ ফেরত পাবে।
এই সুবিধা ২০২৪ সালের ১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন