Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় সরকার UPI এবং RuPay ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চার্জ পুনরায় কার্যকর করার কথা বিবেচনা করছে। যদি এটি ঘটে তাহলে ডিজিটাল পেমেন্ট প্রভাবিত হতে পারে। বর্তমানে, তাদের কাছ থেকে কোনও লেনদেন ফি নেওয়া হয় না, এই চার্জ সরকার 2022 সালে মওকুফ করে। কিন্তু, ফিনটেক কোম্পানিগুলি বলে যে, বড় ব্যবসায়ীদের এটি বহন করার ক্ষমতা আছে। এই কারণে, এই ধরনের ব্যবসায়ীদের উপর MDR ধার্য করা উচিত। এর প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে, আগের মতোই ছোট ব্যবসায়ীদের জন্য UPI বিনামূল্যে থাকবে।
ভারতে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের ঝোঁক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, UPI এবং RuPay ডেবিট কার্ডের ব্যবহারে বিরাট বৃদ্ধি দেখা যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া প্রচারের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ এবং জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল সচেতনতার কারণে, আজ দেশের বিপুল সংখ্যক মানুষ নগদহীন লেনদেনকে পছন্দ করছেন। এখন পর্যন্ত, UPI এবং RuPay ডেবিট কার্ডের মাধ্যমে করা লেনদেনের উপর কোনও ফি মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়া হয় না। বর্তমানে, কেন্দ্র সরকার এই ফি-তে ছাড় দিয়েছে। কিন্তু, এবার কেন্দ্র এই ফি কার্যকর করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন
ব্যাঙ্কিং ক্ষেত্রের তরফে কেন্দ্র সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে যে, যে সব দোকানদারের বার্ষিক লেনদেনের পরিমাণ 40 লক্ষ টাকার বেশি, তাদের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আরোপ করা হবে। এ ক্ষেত্রে ব্যাঙ্ক এবং পেমেন্ট কোম্পানিগুলির যুক্তি, যখন বড় ব্যবসায়ীরা ইতিমধ্যেই ভিসা, মাস্টারকার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডেও মার্চেন্ট ফি পরিশোধ করছে, তখন UPI এবং RuPay কার্ডেও এই চার্জ নেওয়া উচিত। ব্যাঙ্কগুলির মতে, কেন্দ্রীয় সরকার 2022 সালে এই চার্জ বাতিল করে দিয়েছিল ৷ কারণ, সেই সময়ে কেন্দ্রের উদ্দেশ্য ছিল ডিজিটাল পেমেন্টের প্রচার করা। কেন্দ্র বর্তমানে ব্যাঙ্কিং ক্ষেত্রের এই প্রস্তাবটি বিবেচনা করছে।
তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, বেশিরভাগ ব্যবসায়ী গ্রাহকদের উপর এই বাড়তি চার্জ চাপিয়ে দেয় এবং ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় তাদের কাছ থেকে 1.5 থেকে 2 শতাংশ ট্রানজাকশন ফি নেয়। পাশাপাশি, UPI-এর মাধ্যমে বড় অঙ্কের অর্থপ্রদানের জন্য গ্রাহকদের কাছ থেকে ফি নেওয়া হতে পারে। তবে, গোটা বিষয়টাই বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন ৷
আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন
আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন