এবার পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের, কিন্তু কেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগেই ধমকেছেন। এবার কি ট্রাম্পের বকুনি খাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও? রাশিয়াকে রীতিমতো সতর্ক করে ট্রাম্পের বার্তা, সৌদি আরবে কিভ ও ওয়াশিংটনের যুদ্ধ নিয়ে যে সমঝোতা হয়েছে, তাতে যদি রাশিয়া কোনও রকম বাধার সৃষ্টি করে, তাহলে ফল ভুগতে হবে।

এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। এরপরেই ট্রাম্প জানান, এবার রাশিয়াও আশা করি যুদ্ধবিরতিতে সম্মত হবে। কিন্তু পুতিন এখনও যুদ্ধবিরতির বিষয়ে কিছু সিদ্ধান্ত জানাননি। কিভের সঙ্গে ওয়াশিংটনের যে সমঝোতা হয়েছে, তা হল ৩০ দিন যুদ্ধবিরতি। কিভ রাজি। ট্রাম্পের বিবৃতি অনুযায়ী, রাশিয়া যদি এই সমঝোতায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বড় আর্থিক লোকসানের সম্মুখীন হতে হবে মস্কোকে।

আরও পড়ুন:- ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে LPG পেতে কীভাবে আবেদন করবেন? জেনে নিন

যুদ্ধবিরতির বিষয়ে মস্কোর কোর্টে বল

ট্রাম্পের কথায়, ‘মার্কিন সরকারের প্রতিনিধিরা মস্কো যেতে প্রস্তুত। এবার যুদ্ধবিরতির বিষয়ে মস্কোর কোর্টে বল। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরুর রোডম্যাপ কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন তৈরি। না হলে এমন কিছু পদক্ষেপ করা হবে, যা রাশিয়ার পক্ষে বড় আর্থিক সঙ্কটের হয়ে যাবে। ধ্বংসাত্মক পরিণতি হবে রাশিয়ার। যাই হোক, আমি এই সব চাই না, আমার লক্ষ্য হল শান্তি।’

৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব 

মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এবং খনিজচুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকের পরেই ইউক্রেন জানিয়ে দেয়, তারা আমেরিকার দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি। রাশিয়ার সঙ্গে এ নিয়ে আলোচনায় বসতেও রাজি হয়েছেন জেলেনস্কি। যুদ্ধবিরতিতে ইউক্রেনের সম্মতিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের এই সদর্থক পদক্ষেপের পর বন্ধ করে দেওয়া সামরিক সাহায্য ফের চালু করা হয়েছে। তবে এই প্রস্তাবে রাশিয়া রাজি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:- সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন