Bangla News Dunia, Pallab : ফের বড় কোনও রাজনৈতিক বদল ঘটতে চলেছে পাকিস্তানে (Pakistan)? এমন গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষ করে সেনাপ্রধান আসিফ মুনির (Asim Munir) ও প্রেসিডেন্ট আসিফ জারদারির (Asif Ali Zardari) মধ্যে বৈঠক হওয়ার পর থেকে সেই জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও এই মাসে এমন কথা শোনা গেল একাধিকবার।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) গত সপ্তাহেই এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। তবে গতকাল শরিফের বাসভবনে যেতে দেখা যায় মুনিরকে। প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক করেন মুনির। আর এরপরই জল্পনা শুরু হয়েছে। এবার কি জারদারি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন? তাঁর স্থলাভিষিক্ত হবেন পাক সেনাপ্রধান?।
যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, জারদারি ও শরিফের মধ্যে হওয়া বৈঠকের যে কথা শোনা যাচ্ছে তা ভুয়ো। শাহবাজ শরিফও বরাবর এই গুঞ্জনকে নস্যাৎ করেছেন। তবে এমনটা বলা হলেও গতকালের পর তা আরও জোরালো হয়েছে। এখন দেখার প্রেসিডেন্ট পদে কোনও বড় পরিবর্তন হয় কিনা পাকিস্তানে।
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের