পুজোর পরই কি রাজ্যে শুরু বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)?। ভোটার তালিকার এসআইআর ঘিরে প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা বলল রাজ্যের সিইও দপ্তর।
সূত্রের খবর, ভোটারদের তথ্য যাচাই ও আপডেটের জন্য প্রায় ১৫ কোটি আবেদনপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে এখন ভোটারের সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। তাঁদের জন্য দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে-একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি বুথ লেভেল অফিসার (BLO)-রা সংগ্রহ করবেন। এনিয়ে সরাসরি নির্দেশ এসেছে সিইও মনোজ আগরওয়ালের তরফে। মঙ্গলবার এই প্রকল্পে যুক্ত ইআরও, এইআরও, এডিএম ও জেলাশাসকদের নিয়ে প্রশিক্ষণ সভা করেন তিনি। সেখানে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জেলায় ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হবে।
কমিশন সূত্রে খবর, প্রতিটি ভোটারের নাম ও তথ্য সহ আবেদনপত্র অনলাইনে দিল্লি থেকে পাঠানো হবে। সেগুলি হাতে এলে ছাপার কাজ শুরু হবে। এই আবেদনপত্রগুলি পরে পঞ্চায়েত স্তরে পাঠানো হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দু’কোটির বেশি পরিবারের তথ্য যাচাই করা হবে এই পর্যায়ে। পুজোর আগেই রাজ্যর প্রায় ৭৫ হাজার বিএলও-কে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী ২১ ও ২২ সেপ্টেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ শেষ করতে বলা হয়েছে। প্রশিক্ষণ দেবেন ইআরও ও এইআরও-রা।