এবার বিজেপিতে যোগদান করলো একঝাঁক টলি তারকা

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- আজ সকাল থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো যে বিজেপিতে যোগদান করছে একঝাঁক তারকা। বিকেল গড়াতে না গোড়াতেই তা দেখা গেলো। কিছুদিন আগেই ব্রাত্য বসুর হাত ধরে তৃণমুলে যোগদান করেছিলেন ভরত কল ও দীপঙ্কর দে। তার কিছুদিন আগেই প্রথম সারির টলি তারকা কৌশানি , সৌরভ দাস , শ্রীতমা ভট্টাচার্য সহ আরো অনেকে তৃণমুলে যোগদান করেন।

এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন টলি তারকারা তৃণমুলে যোগদান করেছেন। যেমন – দেব , নুসরত , মিমি , দেবশ্রী এছাড়া আরো অনেকে। অভিনেতা ও অভিনেত্রীদের তৃণমুলে যোগদান আগেও লোক দেখেছে। কিন্তু এই প্রথম তৃণমুল ছাড়া অন্য দলে অভিনেতাদের যোগদান দেখা গেলো।

আরো পড়ুন :- রাজ্যের আরো দুই মন্ত্রী যেতে পারে বিজেপিতে !

এই দিন বিজেপিতে যোগদান করেন বাংলার ধারাবাহিক থেকে পরিচিত যশ দাসগুপ্ত। এছাড়া এইদিন সৌমিলি ঘোষ , পাপিয়া অধিকারী , এমিলা ভট্রাচার্য বিজেপির পতাকা নিজেদের হাতে তুলে নেন।

avilo digital marketing

এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন মুকুল রায় , কৈলাশ বিজয়বর্গীয়।  এই যোগদানকে ২০২১ এর লড়াই এ বিজেপির মাস্টার স্টোক বলে মনেকরে হচ্ছে। এছাড়া কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেন রুদ্রনীল ঘোষ।

এছাড়া গতকালই অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে সাক্ষাৎ করেন অনির্বান গাঙ্গুলি। তার আগেই দিনই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে দেখা করেন আর এস এস প্রধান মোহন ভগবত। যা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা এখন থেকেই শুরু হয়ে গেছে। এখন দেখার করা কোথায় যোগদান করেন।

আরো পড়ুন :- মুকুল রায়ের প্রতিশ্রুতি পেয়ে অনশন প্রত্যাহার করলেন পার্শ্বশিক্ষকরা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন