এবার মারুতি সুজুকির দুর্দান্ত Dzire Hybrid এল বাজারে, দাম এবং ফিচার কেমন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মারুতি সুজুকির জনপ্রিয় সেডান ডিজায়ার এবার নতুন রূপে আত্মপ্রকাশ করল। ফিলিপাইনের বাজারে সংস্থাটি লঞ্চ করল ‘ডিজায়ার হাইব্রিড’, যার দাম শুরু হচ্ছে ৯,২০,০০০ ফিলিপাইন পেসো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩.৯ লক্ষ টাকা। নতুন হাইব্রিড ডিজায়ার দেখতে অনেকটাই ভারতের বাজারে থাকা মডেলটির মতো হলেও, এতে একাধিক প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিক ফিচার যুক্ত হয়েছে।

নতুন হাইব্রিড ইঞ্জিন ও পারফরম্যান্স:
এই গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর ১.২ লিটার Z12E থ্রি-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, যার সঙ্গে রয়েছে ১২V SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) সিস্টেম। এতে রয়েছে ০.০৭২ kWh ব্যাটারি প্যাক, যা ২.১৯ কিলোওয়াট বা ২.৯৩ বিএইচপি শক্তির বৈদ্যুতিক মোটরে শক্তি সরবরাহ করে। এটি টর্ক অ্যাসিস্ট এবং উন্নততর মাইলেজ প্রদান করে।

ইন্ডিয়ান ও ফিলিপাইন ভার্সনের পার্থক্য:
ভারতীয় ডিজায়ার মডেলে যেখানে শুধুমাত্র স্টার্ট-স্টপ ফিচার থাকে, সেখানে হাইব্রিড ভার্সনে রয়েছে সম্পূর্ণ হাইব্রিড সাপোর্টেড পাওয়ারট্রেন। তবে, ফিলিপাইন সংস্করণে সানরুফ নেই, যা ভারতের নতুন মডেলে পাওয়া যায়।

আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।

ফিচারে ভরপুর ডিজাইন:
ডিজায়ার হাইব্রিডে থাকছে ৯ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, চাবিহীন এন্ট্রি, পুশ স্টার্ট বাটন, ক্রুজ কন্ট্রোল, অটো ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, অ্যালয় হুইল, এলইডি হেডলাইট ও ফগ লাইট, ক্রোম বেল্ট লাইন প্রভৃতি। দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – GL ও GLX।

নিরাপত্তার দিক থেকে সেরা:
এই মডেলটি ৬টি এয়ারব্যাগ, ABS ও EBD, ESP, হিল হোল্ড কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সর ও ক্যামেরা, সিটবেল্ট প্রটেনশনার, চাইল্ড লক, ইমোবিলাইজার, সিকিউরিটি অ্যালার্ম-এর মতো একাধিক আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত। এটি গ্লোবাল NCAP-এ ৫-স্টার রেটিং পাওয়া প্রথম ডিজায়ার।

মাইলেজ ও অন্যান্য তথ্য:
যদিও এখনও পর্যন্ত ফিলিপাইনের ডিজায়ার হাইব্রিডের সরকারি মাইলেজ ঘোষণা হয়নি, তবে কোম্পানির দাবি অনুযায়ী এটি নিয়মিত মডেলের চেয়ে অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। ভারতের ডিজায়ার বর্তমানে পেট্রোল ম্যানুয়ালে ২৪.৭৯ কিমি/লিটার, পেট্রোল AMT-তে ২৫.৭১ কিমি/লিটার, এবং CNG মডেলে ৩৩.৭৩ কিমি/কেজি মাইলেজ দেয়।

আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন