এবার মোদীকে হুঁশিয়ারি দিলেন NATO প্রধান, কারণ জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাশিয়ার থেকে তেল, গ্যাস কেনা ও বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে ভারত, ব্রাজিল ও চিনকে হুঁশিয়ারা দিলেন ন্যাটো-র সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তিনি স্পষ্ট সতর্ক করে বলেছেন যে রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে এই দেশগুলিকে কঠোর অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে। বুধবার মার্কিন সিনেটরদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলন করেন রুট। সেখানেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য ভারত, চিন ও ব্রাজিলের রাষ্ট্রপ্রধানদের আহ্বান জানান।

রুট বলেন, ‘আপনি যদি চিনের প্রেসিডেন্ট হন, ভারতের প্রধানমন্ত্রী হন, অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং আপনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান এবং তাদের তেল ও গ্যাস কিনতে থাকেন, তাহলে আপনি জানেন। যদি মস্কোর ব্যক্তিটি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেন, তাহলে আমি ১০০ শতাংশ সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করব। এই তিনটি দেশকে আমি বলতে চাই যে আপনি হয়ত এটি একবার দেখে নিতে চাইতে পারেন। কারণ এটি আপনার উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে।’

পুতিন যাতে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসেন, তাঁর জন্য অনুরোধ জানাতে ভারত, চিন ও ব্রাজিলের নেতাদের আহ্বান জানিয়েছেন। রুট বলেন, ‘দয়া করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং তাঁকে বলুন যে শান্তি আলোচনার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করতে হবে, কারণ অন্যথায় এর প্রতিক্রিয়া ব্রাজিল, ভারত এবং চিনের উপর ব্যাপকভাবে পড়বে।’

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার ঘোষণা করেছেন। এছাড়াও তিনি রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক চাপানোর হুমকি দিয়েছে। তারপরে আবার রুটের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হোয়াইট হাউস জানিয়েছে যে ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পাঠানোর পরিকল্পনা করেছেন ট্রাম্প। এছাড়াও, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রফতানির উপর ১০০% শুল্ক আরোপের বিষয়েও সতর্ক করেছেন। ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে কোনও শান্তি চুক্তি না হলে রাশিয়ার তেল কিনতে থাকা দেশগুলির উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিতও দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘৫০ দিনের মধ্যে যদি আমাদের কোনও চুক্তি না হয়, তাহলে এটি খুব খারাপ হবে। শুল্ক আরোপ অব্যাহত থাকবে এবং অন্যান্য নিষেধাজ্ঞাও অব্যাহত থাকবে। কংগ্রেসের নতুন অনুমোদন ছাড়াই সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা যেতে পারে। আমরা সেকেন্ডারি করতে পারি। আমরা সম্ভবত ১০০ শতাংশ বা এরকম কিছুর কথা বলছি। আমরা সিনেট, হাউস ছাড়াই সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে পারি, কিন্তু তারা যা তৈরি করছে তাও খুব ভাল হতে পারে।’

ট্রাম্পের হুমকির জবাবে রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া আলোচনা করতে প্রস্তুত, তবে এই আলটিমেটামগুলি অগ্রহণযোগ্য এবং কোনও ফলাফল আনবে না।’

রাশিয়ার অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতাদের মধ্যে রয়েছে ভারত, চিন এবং তুরস্ক। ট্রাম্প যদি নিষেধাজ্ঞা আরোপ করেন তাহলে এই দেশগুলি, বিশেষ করে ভারত গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারে। এই পদক্ষেপ জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে। যাতে তেলের দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন:- মায়ের কোন কোন গুণ ছেলেদের মধ্যে দেখা যায় ? জেনে রাখুন

আরও পড়ুন:- আজ থেকে রেলে তত্‍কাল বুকিংয়ে নয়া নিয়ম শুরু, পুরো প্রক্রিয়া জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন