এবার সংঘাতে ভিয়েতনাম ও চীন , উত্তেজনা চরমে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia ,  পল্লব চক্রবর্তী :- এবার সংঘাতে ভিয়েতনাম ও চীন। ভারতের সীমান্ত অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে চীন এবার ভিয়েতনামের উপর জোরজুলুম দেখাচ্ছে। প্রতিবেশি দেশ ভিয়েতনামকে সর্বদা নিজের অংশ বলে দাবী করে এসেছে চীনা জিনপিং সরকার। কথা না শুনলে আক্রমণেরও ভয় দেখিয়েছে বহুবার।

ভারতের সঙ্গে সীমানা বিবাদে জড়িয়ে এবার ভিয়েতনামকে বার বার উসকে দিচ্ছে চীন। চীনা কোস্ট গার্ড জাহাজটিকে দক্ষিণ চীন সাগরের ভানগার্ড উপকূলে সম্প্রতি দেখা গিয়েছে। যার জেরে ফের আবারও চীনের সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছে ভিয়েতনাম। কিছুদিন আগেই প্যারাসেল দ্বীপের কাছে চীনের নৌ বাহিনীর মহড়ার তীব্র প্রতিবাদ করেছিল ভিয়েতনাম।

china

জাহাজ ট্র্যাকিং সফ্টওয়্যারের তথ্য অনুযায়ী, দক্ষিণ চীন সাগরে চীনা কোস্ট গার্ড জাহাজ ৫৪০২ কে ভিয়েতনামের তেলক্ষেত্রের ৩০ নটিক্যাল মাইলের মধ্যে দেখা গিয়েছে। রাশিয়ান তেল সংস্থাকে ভিয়েতনামের দেওয়া ০৬.০১ নম্বর ব্লকের কাছে এই জাহাজ দেখতে পাওয়া গেছে। গত এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় বারের জন্য চীনা যুদ্ধ জাহাজকে ভিয়েতনামের অঞ্চলে দেখা গিয়েছে।

২ রা জুলাই চীনা কোস্ট গার্ড জাহাজটি হানান প্রদেশের সান্যা বন্দর থেকে যাত্রা শুরু করে, স্প্রেটলি দ্বীপে চীনের বৃহত্তম কৃত্রিম দ্বীপ সুবি রিফে সাময়িকভাবে অবস্থা করে। ভিয়েতনামের উত্তরের ভানগার্ড উপকূলে পৌঁছায় ৪ ঠা জুলাই। এরপর থেকেই ওই জাহাজটিকে ভিয়েতনামের উপকূলেই থাকতে দেখা যায়। এই ঘটনার জেরেই উত্তেজনা ছড়াতে শুরু করেছে দুই দেশের মধ্যে। আবার লড়াইয়ের উদ্বেগে ভিয়েতনাম

Highlights

1. এবার সংঘাতে ভিয়েতনাম ও চীন

2. আবার লড়াইয়ের উদ্বেগে ভিয়েতনাম

#ভিয়েতনাম #China

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন