এবার সম্পূর্ণ অফলাইনেও ব্যবহার করা যাবে Google Drive ! দেখুন কিভাবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : লাগবে না কোন প্রকার ইন্টারনেট, সম্পূর্ণ অফলাইনেও ব্যবহার করা যাবে Google Drive। অ্যাকসেস করা যাবে ড্রাইভে রাখা পিডিএফ, ছবি ও অন্যান্য ফাইল। সংস্থার সিদ্ধান্তে খুশি ব্যবহারকারীরা।

বর্তমানে কমবেশি সকলেই স্মার্ট ফোন ব্যবহার করে। করোনা যেন ফোনের উপর আরও বেশি করে নির্ভরশীল করে তুলেছে প্রত্যেককে। অক অধিকাংশ অফিসই এখন ওয়ার্ক-ফ্রম-হোম চালু করে দিয়েছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই Google Drive ব্যবহার করে থাকেন। কারণ, তথ্য মুছে ফেললেও তা থেকে যায় Google Drive-এ। বহু পুরনো জিনিস মেলে হাতের মুঠোয়। তবে এতদিন প্রয়োজন পড়ত ইন্টারনেট।

avilo home

এবার সমস্ত ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ অফলাইন ফিচার নিয়ে হাজির হল Google। এবার ইন্টারনেট ছাড়াই অ্যাকসেস করা যাবে ড্রাইভে রাখা পিডিএফ, ছবি ও অন্যান্য ফাইল।

অফলাইনে ড্রাইভ অ্যাকসেস করার জন্য প্রথমে কম্পিউটারে ইনস্টল করতে হবে Google Drive অ্যাপটি। পাওয়া যাবে অফলাইন অ্যাকসেস অপশন। সাপোর্টেড ফাইল অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাভেলেবল অফলাইন অপশন। বেছে নেওয়ার পরই অফলাইনে অ্যাকসেস করতে পারবেন Google Drive।স্টোরেজ ব্যবহারের জন্য বর্তমানে দিতে হয় টাকা। তবে ১৫ জিবি পর্যন্ত কোনও টাকা লাগে না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই অবস্থায় বেশি করে সচেতন থাকুন। সবাই মাস্ক পড়ুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজের সময় মত টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন