এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরও সহজ হতে চলেছে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ! এখন থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কোনও ঝামেলাই পোহাতে হবে না। এবার থেকে UPI-এর মাধ্যমে PF-এর টাকা তুলতে পারবেন আপনি। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ৷ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চালু হতে চলেছে এই সুবিধা।

শ্রমমন্ত্রক সূত্রে খবর, EPFO ​​তার গ্রাহকদের সুবিধার্থে এই পদক্ষেপ নিচ্ছে । EPF-এর সঙ্গে UPI লিঙ্ক করিয়ে গ্রাহকরা তাদের PF অ্যাকাউন্ট থেকে একটি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এর মূল উদ্দেশ্য হল, টাকা তোলার প্রক্রিয়া সহজ করা ৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অনেকটাই সুবিধা দেবে। তবে অবশ্যই নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা তোলা যাবে না ৷ একই সঙ্গে জানা গিয়েছে, UAN নম্বর এবং আধার কার্ড লিঙ্ক থাকলে নতুন ব্যবস্থায়, অ্যাপে একটি বিশেষ ‘উইথড্রল অপশন’ আসবে ৷ যেখানে গ্রাহককে UAN ও প্রয়োজনীয় টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। তথ্য যাচাইয়ের পর, পিএফ দফতর টাকা তোলার অনুমতি দেবে এবং নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা স্থানান্তরিত হবে।

নতুন ব্যবস্থায় বলা হচ্ছে, EPFO ​​তার অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের টাকা তোলার প্রক্রিয়া UPI-এর মাধ্যমে করতে সক্ষম হবে। এর জেরে টাকা স্থানান্তর প্রক্রিয়া সহজ এবং আরও দ্রুত হবে। ইপিএফও কমিটি, এর জন্য একটি নীলনকশাও তৈরি করেছে ৷ এরই সঙ্গে, ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের (এনপিসিআই) সঙ্গে তারা আলোচনাও করছে ৷

আরও পড়ুন:- বার্ড ফ্লু হতে পারে আপনার বাড়ির পোষা প্রাণীদেরও, জানুন কীভাবে বাঁচবেন?

UPI-এর মাধ্যমে PF-এর টাকা তোলার সুবিধা চালু হওয়ার পরে, অ্যাকাউন্ট হোল্ডারদের PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে হতে হবে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই সুবিধাটি খুবই উপযোগী হবে ৷ ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সহজ এবং নিরাপদও হবে ৷

শ্রম মন্ত্রক, বাণিজ্যিক ব্যাঙ্ক এবং আরবিআই-এর সহযোগিতায় ইপিএফও-র ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে ৷ এর উদ্দেশ্য হল টাকা তোলার প্রক্রিয়া সহজ করা ৷ EPFO বিনিয়োগের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তুতি নিচ্ছে ৷ জানা গিয়েছে, ঋণপত্রে বিনিয়োগ 20 শতাংশ থেকে কমিয়ে 10 শতাংশ করা হতে পারে। এর জন্য অর্থমন্ত্রক থেকে অনুমোদন নেবে শ্রমমন্ত্রক। এর প্রধান কারণ সরকারি খাতের বন্ডের কম রিটার্ন এবং সরবরাহ।

এই পরিবর্তনের পরে, EPFO ​​কর্পোরেট বন্ডগুলিতে আরও বেশি বিনিয়োগ করা যাবে যা হাই রিটার্ন দেয়। 2024 সালের নভেম্বরে EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সভায় এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। এই পরিবর্তন EPFO-এর 7 কোটিরও বেশি অ্যাকাউন্ট হোল্ডারদের অবসরকালীন সঞ্চয়কেও প্রভাবিত করবে।

আরও পড়ুন:- গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। কিভাবে সহজে আবেদন করবেন,

আরও পড়ুন:-  জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন