এমাসেই রুবি-বেলেঘাটা পর্যন্ত মেট্রো ছুটবে! জানুন কবে থেকে চালু হচ্ছে পরিষেবা?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই চালু হয়ে যেতে পারে অরেঞ্জ লাইনের আরও একটি অংশ। অন্তত তেমনটাই জানা গিয়েছে মেট্রো রেল সুত্র মারফত। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলবে। যদিও এই অংশের নিউ গড়িয়া থেকে রুবি মোর 5.4 কিলোমিটার পথ বাণিজ্যিক ভাবে চালু হয়েছে মেট্রো পরিষেবা। এবার পালা রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের।

এই রুটের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। আরভিএনএল সূত্র থেকে জানা গিয়েছে যে, এই মাসের 24 এপিল এই রুটের 4.5 কিলোমিটার রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে।

আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত মেট্রোর অরেঞ্জ লাইন। এই রুটের মোট পথ 32 কিলোমিটার। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত 5.4 কিলোমিটার আপাতত পরিষেবা চালু রয়েছে। বাকি এই 4.5 কিলোমিটার অংশ খুলে গেলে মেট্রো যাত্রীদের জন্য চালু হয়ে যাবে মোট 9.9 কিলোমিটার পথ। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক ভাবে পরিষেবা শুরু হয়ে গেলে কলকাতা মেট্রোর দীর্ঘতম 32 কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের মোট 9.9 কিলোমিটার অংশে মেট্রো ছুটবে।

নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত স্টেশনগুলি হল: কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, জ্যোতিরিন্দ্র নন্দী বা মুকুন্দপুর, কবি সুকান্ত বা কালিকাপুর মেট্রো স্টেশন, হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড়, ভিআইপি বাজার বা টেগোর পার্ক, ঋত্বিক ঘটক বা পঞ্চান্নগ্রাম, বরুণ সেনগুপ্ত বা সায়েন্স সিটি এবং বেলেঘাটা মেট্রো স্টেশন।

আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন