এসএসকেএময়ের শৌচাগারে নাবালিকাকে যৌন হেনস্থা! গ্রেপ্তার এনআরএসয়ের অস্থায়ী কর্মী

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসকেএম (SSKM) হাসপাতালে ডাক্তার সেজে এক নাবালিকা রোগীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। ওই ঘটনায় ভবানীপুর থানার পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ওই তরুণ এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী।

অভিযোগ, হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের (Truma Unit) শৌচাগারে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্তা করা হয়েছে। অভিযুক্ত ওই তরুনের নাম অমিত মল্লিক।

বুধবার দুপুরে ওই নাবালিকা হাসপাতালের ওপিডিতে (OPD) চিকিৎসা করাতে এসেছিল। তার পরিবারের সদস্যরা যখন টিকিট করানোর কাজে ব্যস্ত ছিলেন সেই সময়ই নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে অভিযুক্ত তরুণ।

অমিত বর্তমানে এনআরএস (NRS) হাসপাতালের অস্থায়ী কর্মী হলেও সে আগে এসএসকেএময়ের অস্থায়ী কর্মী ছিল। এসএসকেএময়ে চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় বিভাগে কাজ করতেন ওই তরুণ। এজন্য তার কাছে হাসপাতালের পুরনো পোশাক ছিল। সেটা পরেই তিনি বুধবার এসএসকেএমে ঢুকে এমন কাণ্ড ঘটায়।

এরপর নাবালিকার চিৎকার করলে বিষয়টি উপস্থিত সকলে বুঝতে পারলে অমিত সেখান থেকে পালিয়ে যায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার ধাপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন