Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা হাইকোর্টের এসএসসি-র নিয়োগের প্যানেল বাতিলের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ প্রকাশ্যে না-বললেও অস্বস্তিতে রাজ্য সরকার তথা শাসকদল ৷ আর সেই অস্বস্তি আরও একধাপ বাড়িয়ে দিল ফিরহাদ হাকিমের মন্তব্য ৷ শনিবার কলকাতা পুরনিগমে তাঁর মন্তব্য, “পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা আমার কাছে লজ্জার ৷”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা নিজেদের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে আনবেন ৷ মূলত, দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যশবন্ত বর্মার বাড়ি থেকে 15 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল ৷ বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে বিচারে আপসের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছেন ৷
আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন
এ নিয়ে বলতে গিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ ৷ তিনি বলেন, “এটা বলা উচিত নয়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে ৷ তবুও, যে টাকা উদ্ধার হয়েছে, সেটা বিচার ব্যবস্থা এবং আমাদের সবার পক্ষে খুব লজ্জার ৷ যেমন পার্থ চট্টোপাধ্যায়েরটা লজ্জার আমার, তেমন বিচার ব্যবস্থারটাও লজ্জার ৷” আর ফিরহাদের এই মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলে ৷ বিশেষত, যখন সুপ্রিম কোর্টের রায়ে 2016’র এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে ৷
তবে, এই ইস্যুতে আরও গুরুতর অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ তিনি বলেন, “আরও বেশি লজ্জার যখন দেখি উচ্চাকাঙ্খার জন্য বাবরি মসজিদ মামলায় রায় দিলেন, আর পরেরদিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন ৷ আবার কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন ৷ তখন সত্যি-সত্যি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যায় ৷ তাই উচ্চাকাঙ্খা থাকাটা আরও বেশি বিপজ্জনক ৷ এটা আরও বেশি লজ্জার ৷ আমার এলিভেশন না-থাকলে 62 বছর বয়সের পর অবসর নিতে হবে, এটা বিচার ব্যবস্থা নয় ৷”
আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন