এসএসসি বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট, উচ্চ আদালতে স্বস্তি রাজ্যের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এসএসসি (SSC) বিজ্ঞপ্তির একাধিক বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে। মামলাকারীদের আর্জি ছিল অবৈধভাবে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশিকা না মেনে অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি ১০ নম্বর দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাতে অন্য আবেদনকারীরা পিছিয়ে পড়বে। এছাড়াও বয়সসীমা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি বলে জানিয়েছিলেন মামলাকারীরা।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জিকে মান্যতা দেয়নি। বুধবার মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছে বিচাপতি সৌমেন সেন ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত নতুন বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কোনও বাধা রইল না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন