Bangla News Dunia, Pallab : এসএসসি-র (SSC) নতুন নিয়োগ বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। বৃহস্পতিবার এসএসসির শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ না করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করলেন চাকরিপ্রার্থীদের একাংশ।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি ও সরকারি সাহায্য স্কুলে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার কথা বলা হয়েছে। বয়সে ছাড়ের কথাও বলা হয়েছে। এই দুটি বিষয়কে চ্যালেঞ্জ করে মামলা করেন মামলাকারীরা। কিন্তু নতুন নিয়োগ বিধিকেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র