এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে আরামে থাকতে এসি চালান, কিন্তু জানেন কি টানা চালালে শরীর ও যন্ত্র দুটোই ক্ষতির মুখে পড়ে? জানুন এসি ব্যবহারের সঠিক নিয়ম ও বিজ্ঞান।

১. টানা ৮ ঘন্টার বেশি এসি চালাবেন না বিশেষজ্ঞদের মতে, ঘর শীতল হলে এসি বন্ধ করে ফ্যান চালানো উচিত। টানা ব্যবহারে যন্ত্রের আয়ু কমে যায়।২. ২৫-২৬ ডিগ্রিতে সেট করুন এই তাপমাত্রা শরীরের জন্য আরামদায়ক এবং বিদ্যুৎও কম খরচ হয়।

৩. নিয়মিত সময় অন্তর বন্ধ করুন ২-৩ ঘণ্টা চালিয়ে ৩০ মিনিট বন্ধ রাখলে এসির চাপ কমে ও বিদ্যুৎ সাশ্রয় হয়।

৪. নাইট মোড ব্যবহার করুন রাতে এসি চালালে নাইট মোড অন করে রাখলে তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়ে, স্বাস্থ্যকর ঘুম হয়।

৫. রুম সিল ভালো করে বন্ধ রাখুন ঘরে বাইরের গরম হাওয়া ঢুকলে এসি বেশি সময় চালাতে হয়। এতে বিদ্যুৎ বেশি খরচ হয়।

৬. ফিল্টার পরিষ্কার রাখুন মাসে অন্তত ২ বার ময়লা জমলে এসির কার্যকারিতা কমে এবং টানা চালাতে হয়, যা ক্ষতিকর।

৭. স্মার্ট টাইমার ব্যবহার করুন টাইমার দিয়ে নির্দিষ্ট সময় পর বন্ধ করা যায়, ভুলে চালু থাকা এড়ানো যায়।

৮. টানা এসি শরীরের ক্ষতি করে ঘাড় ব্যথা, সর্দি, শ্বাসকষ্ট হতে পারে। শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ।

৯. ইনভার্টার এসি তবুও কিছুটা সহনশীল টানা ব্যবহারে ইনভার্টার এসি কিছুটা বিদ্যুৎ বাঁচায়, তবে নিয়ম মেনে চালানোই সেরা।

১০. রাতভর এসি চালালে হিউমিডিটি কমে যায় ঘরের আর্দ্রতা কমে গিয়ে ত্বক শুষ্ক হয়, শ্বাসযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে।

 

আরও পড়ুন:- দারুণ সুযোগ! পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৫ হাজার জমা করলেই লাখপতি

 

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন