এসে গেল চ্যাট জিপিটির নতুন ভার্সান ‘ChatGPT 5.0′, বাঙালির মতো’ বাংলা বলছে ! নতুন আপডেটে কী কী পাবেন? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- AI বলতে আমজনতা এখন ChatGPTকেই বোঝে। সেই চ্যাট জিপিটিরই নতুন ৫.০ ভার্সান আনল ওপেন এআই। সংস্থার দাবি, এই ভার্সান আগের তুলনায় অনেক বেশি উন্নত। সবচেয়ে বড় কথা হল, এটি মানুষের মতো করে, ন্যাচারাল উত্তর দিতে সক্ষম। বাংলায়, ইংরেজিতে বা অন্য যেকোনও ভাষায় প্রশ্ন করলে সেই ভাষাতেই উত্তর দেবে। যাঁরা ইতিমধ্যেই চ্যাটজিপিটি ইউজ করেন, তাঁরা হয় তো ভাবছেন, এ আবার নতুন কী! কিন্তু সেক্ষেত্রে জেনে রাখা ভাল, এবার একটি বড় বদল এনেছে ওপেন এআই। এবার থেকে চ্যাটজিপিটি এমনভাবে উত্তর দেবে, যেটা পড়লে মনে হবে কোনও মানুষই সেটা লিখেছে। মানুষের মতো সাবলীল, সুন্দর করে গুছিয়ে উত্তর। তথ্য আর কঠিন শব্দের কাঠিন্য কাটিয়ে ভাষার মাধুর্য্য ফুটে উঠবে এআইয়ের লেখায়।

চ্যাট জিপিটি ৫.০ 
আগের ৩.৫ বা ৪.০ ভার্সানে অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ উত্তর দিত। ৫.০ তে সেই সমস্যা অনেকটাই কমেছে। সেই সঙ্গে চ্যাটের ডেটাসেটও মেমোরিতে স্টোর করে রাখে। ফলে আপনি আগে যে যে প্রশ্ন করেছেন, সেগুলির সঙ্গে তাল মিলিয়ে উত্তর দেবে।

তাছাড়া, ৫.০ ভার্সানে একসঙ্গে একাধিক ভাষায় কাজ করতে পারবেন। মানে ধরুন, আপনি বাংলায় প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে বাংলাতেই উত্তর দেবে। আবার আপনি চাইলে ইংরেজি বা অন্য ভাষায় অনুবাদও করে দেবে।

চ্যাট জিপিটি ৫.০ আসার ল্যাঙ্গোয়েজ মডেলের জগতে বড়সড় পরিবর্তন এসেছে বলা যেতে পারে। আগে চ্যাট জিপিটির লেখার মধ্যে একটা মেশিন মেশিন ব্যাপার ছিল। এখন সেটা অনেকটাই মানুষের সঙ্গে কথা বলার মতো হয়ে গিয়েছে। শিক্ষা, ব্যবসা, সাংবাদিকতা, গ্রাহক পরিষেবা, সব জায়গাতেই এর ব্যবহার বাড়বে বলে মনে করা হচ্ছে। ভাষার বাধা ভেঙে AI ব্যবহার করা আগের তুলনায় আরও সহজ হচ্ছে।

তবে, বিশেষজ্ঞরা সতর্কও করেছেন। কারণ, এত উন্নত প্রযুক্তিও ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে। ফলে চ্যাট জিপিটি ৫.০ ব্যবহার করার সময়ও তথ্য যাচাই করে নেওয়াটা জরুরি।

আরও পড়ুন:- বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই।

আরও পড়ুন:- গাজ়া যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুকে দেওয়া হল পাঁচটি প্রস্তাব, সেগুলো কি কি ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন