এ বার হলিউডের ছবিতে দেখা যাবে সলমনকে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

salman

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সলমন খানকে নিয়ে দিন দু’য়েক ধরেই চলছে নানা আলোচনা। এ বার নাকি ভাইজান হলিউডে পাড়ি দিচ্ছেন। যা শুনে ভক্তরাও ভীষণই উত্তেজিত। তবে কিছু মানুষ এখনও বিষয়টির সত্যি, মিথ্যে নিয়ে প্রশ্ন তুলছেন। সত্যিই কি এ বার হলিউডের সিনেমায় দেখা যাবে ভাইজানকে?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা। কিন্তু ‘মিড ডে’-র প্রতিবেদন অনুসারে, সলমন খান এবং সঞ্জয়কে হলিউডের একটি থ্রিলার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স মন ছুঁয়ে যাবে দর্শকের। তবে, এই প্রোজ়েক্ট নিয়ে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন

প্রসঙ্গত, সলমন খান কিছুদিন আগেই তাঁর ‘বিগ বস ১৮’ শেষ করেছেন। বর্তমানে সলমন তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভক্তরাও যে সিনেমা নিয়ে ভীষণ ভাবে উত্তেজিত।

সলমনের আগামী ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। প্রসঙ্গত, এই সিনেমার টিজ়ার গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। যা মানুষের মন ছুঁয়েছে বলা চলে। ছবির টিজ়ার দেখার পর মানুষ আরও বেশি উত্তেজিত। আগামী ইদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি বলে খবর।

আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন