Bangla News Dunia, Pallab : ওডিশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে (Migrant Labour Issue) আটক করারPallab অভিযোগ উঠেছিল। যার ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার মামলার শুনানিতে আগামী চার সপ্তাহের মধ্যে ওডিশা সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পালটা হলফনামা দিতে পারবে মামলার অন্য সবপক্ষ।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !
ওডিশায় আটক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগ মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের বাসিন্দা। রঘুনাথ নামে বাংলার এক বাসিন্দা আদালতে জানান, ২৯ জুন তাঁদের ওডিশা পুলিশ আটক করে। তাঁদের আদালতের কাছে হাজির করানো হয়নি। পরদিন গ্রেপ্তার দেখায় পুলিশ। এবিষয়ে পালটা, ওডিশার এজি (অ্যাডভোকেট জেনারেল) হাইকোর্টে জানান, কাউকেই গ্রেপ্তার করা হয়নি। ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাঁদের আটক করা হয়েছিল, কোন দেশের লোক তা চিহ্নিত করতে।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘হঠাৎ করে একজনকে বিদেশি সন্দেহে আটক করার মতো কী কারণ হলো?’ এদিন দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, বিষয়টি নিয়ে ওডিশা হলফনামা দেওয়ার পর রাজ্য যদি মনে করে পালটা জবাব দিতে পারবে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়