ওবামাকে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে জেলে ভরা হল, VIDEO ঘিরে তোলপাড়, জানুন আসল ঘটনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হোয়াইট হাউসে বসে খোশগল্প করছিলেন বর্তমা ও প্রাক্তন দুই প্রেসিডেন্ট। আচমকাই সেখানে হাজির FBI-এর ৩ আধিকারিক। ডোনাল্ড ট্রাম্পের চোখের সামনে দিয়ে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হল বারাক ওমাবাকে। পরানো হল হাতকড়া। সোজা ঢুকিয়ে দেওয়া হল জেলে। আর বসে বসে হাসলেন ট্রাম্প। অবাক করে দেওয়া এই ঘটনার ভিডিও শেয়ার করলেন তিনি। যা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বে। তবে ভিডিওটি নকল। AI দিয়ে তৈরি একটি মিম।

ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে এই AI জেনারেটেড বারাক ওবামার গ্রেফতারির ভিডিও শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনে কারচুপি করেছিল ওবামা প্রশাসন। আর তাই কেউ আইনের ঊর্ধ্বে নন। এই ভিডিও শেয়ার করে কি ট্রাম্প বোঝাতে চাইলেন, ওবামাকেও খুব শীঘ্র তিনি হাজতবাস করাতে পারেন?

AI দিয়ে তৈরি ওবামার এই গ্রেফতারির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমালোচকরা বলছেন, বিষয়টি অত্যন্ত নিম্নরুচির এবং উস্কানিমূলক। আবার কারও কারও মতে এপস্টাইন ফাইল কেলেঙ্কারি থেকে নজর ফেরাতে এটা ট্রাম্পের একটা চাল।

ডিপফেক এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ ভিডিওতে রয়েছে একটি মনতাজ। যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক ডেমোক্র্যাট নেতাদের এ কথাই বলতে শোনা যাচ্ছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বারাক ওবামার দিকে। অভিযোগ, ২০১৬ সালে কারচুপি করা হয়েছে নির্বাচনে।

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন