Bangla News Dunia, দীনেশ : ওয়াকফ বিলের (Waqf Bill) প্রতিবাদে পথে নেমে পড়লেন সংখ্যালঘুরা। শুক্রবার জুম্মাবারের দিন ওয়াকফ নিয়ে পার্ক সার্কাসের সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে কার্যত ধুইয়ে দিলেন সংখ্যালঘুরা। পাশাপাশি ধন্যবাদ জানালেন তৃণমূল সরকারকে। যদিও এই কর্মসূচি আদৌ তৃণমূলের (Tmc) ব্যনারে ছিল না। তবে তৃণমূলের কিছু ছোটনেতাকে সমাবেশে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠনগুলোর উদ্যোগে পার্ক সার্কাসে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্রের নতুন ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে আলোচনা হয়। সভার পরই শুরু হয় বিক্ষোভ। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন সংখ্যালঘুরা। ফলে সেভেন পয়েন্টস মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দ্রুত সক্রিয় হয় পুলিশ। নামানো হয় র্যাফ।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
উল্লেখ্য বুধবার গভীর রাতে সংসদে দীর্ঘ আলোচনার পর পাশ হয় ওয়াকফ (সংশোধনী) বিল। বৃহস্পতিবারও ১২৮ ভোটে বিলটি পাস হয়ে যায়। এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। এই সংশোধনীর বিরোধীতা করেছে সবকটি বিভিন্ন বিরোধী দল। সংখ্যালঘুরাও অসন্তুষ্ট। দেশের অন্যান্য জায়গাতেও বিক্ষোভ ছড়িয়েছে।